• এক বছরে ৮৬ হেক্টর বনাঞ্চল দখলমুক্ত
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এক বছরে উত্তরবঙ্গের তিনটি ডিভিশনে ৮৬ হেক্টর বনাঞ্চল দখলমুক্ত হয়েছে। বনদপ্তর সূত্রে খবর, কোচবিহার ডিভিশনে ১০ হেক্টর বনাঞ্চল দখলমুক্ত করা হয়েছে। জলপাইগুড়িতে দখলমুক্ত হয়েছে ২৬ হেক্টর এবং বৈকুন্ঠপুরে ৫০ হেক্টর বনাঞ্চল থেকে দখলদার হটানো সম্ভব হয়েছে। বনাঞ্চল দখলমুক্ত করার পাশাপাশি নতুন করে জঙ্গলে গাছ লাগানোর উদ্যোগও নেওয়া হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি ও বৈকুন্ঠপুর ডিভিশনে চলতি বছর ১০৫ হেক্টর এলাকায় গাছ লাগানোর টার্গেট রয়েছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গের চিফ কনজারভেটর অব ফরেস্ট (নর্দান সার্কেল) এস কে মোলে। তিনি বলেন, ‘বৈকুন্ঠপুরে ৯ হেক্টর, কোচবিহারে ৫৯ হেক্টর এবং জলপাইগুড়িতে ৩৭ হেক্টর বনাঞ্চলে গাছ লাগানোর কাজ চলছে।’
  • Link to this news (বর্তমান)