• উন্নয়ন প্রকল্পের প্রচারে লোকশিল্পীদের কাছে গান চাইল প্রশাসন
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাজ্যের উন্নয়ন প্রকল্পের প্রচারে লোকশিল্পীদের কাছে নতুন গান চাইল জলপাইগুড়ি জেলা প্রশাসন। বর্তমানে জেলায় ২ হাজার ৭০০ লোকশিল্পী রয়েছেন। এবছর নতুন করে যুক্ত হয়েছেন ৮০ জন। তাঁদেরকে বলা হয়েছে, রাজ্য সরকারের যেসব উন্নয়ন প্রকল্প চলছে, সেগুলি যাতে ভালোভাবে মানুষের সামনে তুলে ধরা যায়, সেজন্য গান বাঁধতে। জেলা প্রশাসন সূত্রে খবর, বিভিন্ন প্রকল্প নিয়ে গান লিখে, সুর দিয়ে তা রেকর্ড করে পাঠাবেন। তারপর সংশ্লিষ্ট দপ্তরের তরফে খতিয়ে দেখে চূড়ান্ত করা হবে। যে ক’টি গান চূড়ান্ত হবে, সেগুলিকে হাতিয়ার করেই কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথীর মতো জনপ্রিয় প্রকল্পের প্রচার চালানো হবে। 

    জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) প্রিয়দর্শিনী ভট্টাচার্য বলেন, ‘রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে আমরা যেভাবে মানুষকে বোঝাচ্ছি, লোকশিল্পীরা গান, নাটকের মাধ্যমে বোঝালে তা অনেক বেশি গ্রহণযোগ্য হবে। সেকারণেই আমরা লোকশিল্পীদের কাছ থেকে নতুন গান চেয়েছি।’
  • Link to this news (বর্তমান)