• ফৌজদারি মামলা থেকে খালাস বিমান বসু সহ ৪ বাম নেতা
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাক্ষ্য‑প্রমাণের অভাবে একটি ফৌজদারি মামলা থেকে বেকসুর খালাস পেলেন প্রবীণ সিপিএম নেতা বিমান বসু সহ চার বাম নেতা। বুধবার ব্যাঙ্কশাল আদালত তাঁদের মামলা থেকে অব্যাহতি দেয়। আদালতের মন্তব্য, অভিযোগ প্রমাণিত না হওয়ায় অভিযুক্তদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। চার বাম নেতার কৌঁসুলি ইয়াসিন রহমান সহ আইনজীবীরা বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই মক্কেলদের বিরুদ্ধে পুলিস মিথ্যা মামলা দায়ের করেছে।’ আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে হেয়ার স্ট্রিট থানা এলাকার ভিক্টোরিয়া হাউসের সামনে বিভিন্ন দাবিতে অবস্থান বিক্ষোভে শামিল হন ওই নেতারা। পুলিসের অভিযোগ ছিল, আইন না মেনেই জমায়েতে শামিল হয়েছিলেন তাঁরা। পুলিস স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করে। পরে সেই মামলায় পুলিস বিমান বসু সহ অভিযুক্তদের ‘পলাতক’ দেখিয়ে আদালতে চার্জশিট দেয়। পুলিসের বক্তব্য ছিল, অভিযুক্তদের খুঁজে পাওয়া যাচ্ছে না। চার্জ গঠন করে শুরু হয় শুনানি। সেখানে অভিযোগের সারবত্তা না মেলায় এদিন আদালত তাঁদের মামলা থেকে রেহাই দেয়। তবে প্রশ্ন ওঠে, বিমান বসু সহ যে বাম নেতারা বিভিন্ন সভা‑সমাবেশে থাকেন। টিভির পর্দায় যাঁদের অহরহ দেখা যায়, তাঁদের কি করে পুলিস ‘পলাতক’ দেখিয়ে আদালতে চার্জশিট দিল? যদিও এনিয়ে এদিন ব্যাঙ্কশাল কোর্টের মুখ্য সরকারি কৌঁসুলি অভিজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘রায়ের নথি না দেখে এনিয়ে কোনও মন্তব্য করব না।’
  • Link to this news (বর্তমান)