• কবিগুরু আমাদের প্রেরণা: মুখ্যমন্ত্রী
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন হল রাজ্যজুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমাদের প্রাণের ঠাকুরকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। বছরের প্রতিটি দিনে, প্রতিটি মুহূর্তে, তিনি আমাদের ঘিরে রয়েছেন। ওঁর আদর্শই আমাদের পাথেয়। তিনিই আমাদের দিগ্‌নির্দেশক।’ এছাড়া বুধবার রাজ্য বিধানসভায় ক঩বিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন বিমানবাবু বলেন, ‘মন ভারাক্রান্ত। বাংলাদেশে দ্রুত শান্তি ফিরে আসুক।’ অন্যদিকে, নিমতলা ঘাটে কবিগুরুর প্রতি স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 
  • Link to this news (বর্তমান)