• চাইল্ড কেয়ার লিভে পুরুষদের বঞ্চনা, মামলা হাইকোর্টে
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্তানের দেখভালের জন্য মহিলা কর্মীরা চাইল্ড কেয়ার লিভ পেলে পুরুষ কর্মীরা তা কেন পাবেন না? এই দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সরকারি কর্মী এক স্কুল শিক্ষক। বুধবার বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করে মামলাকারীর আইনজীবী শামিম আহমেদ দাবি করেন, সন্তানের দেখাভালের জন্য মা এই ছুটি পেলে বাবা কেন বঞ্চিত হবেন? এনিয়ে ইতিমধ্যেই রূপরেখা তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের তরফেও এবার এব্যাপারে একটি নীতি বা পলিসি তৈরি করা হোক। তিনি আরও দাবি করেন, মামলাকারীর দুটি সন্তান। তারা জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে শীঘ্রই। এই পরিস্থিতিতে কিছুদিন আগেই তারা তাদের মাকে হারিয়েছে। তাহলে একাকী পিতা কেন সন্তানের দেখভালের জন্য চাইল্ড কেয়ার লিভ পাবেন না? বিষয়টি নিয়ে দ্রুত শুনানির আবেদন জানানো হয়। আবেদন গ্রহণ করেছেন বিচারপতি সিনহা। 
  • Link to this news (বর্তমান)