• ঢেলে সাজছে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের কমিটি
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুধুমাত্র রাজ্য বা জেলা কমিটি নয়, একেবারে ব্লক স্তরের কমিটি গড়ে সংগঠনকে নতুনভাবে সাজাচ্ছে পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। রাজ্য সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বাড়ি বাড়ি প্রচার করবেন পুরোহিতরা। পরে রাজপথে সমাবেশও করবেন তাঁরা। বুধবার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে ট্রাস্টের তরফে এক আলোচনা সভা হয়। তাঁদের সঙ্গে ছিল নিখিল বঙ্গ ব্রাহ্মণ বৈষ্ণব উন্নয়ন পরিষদ। বিভিন্ন জেলার পুরোহিতরা সমবেত হন। সভার মুখ্য আহ্বায়ক ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। পুরোহিতদের সমস্যা, দাবি এবং তাঁদের আগামী দিনের কর্মসূচি নিয়ে ঘণ্টা তিনেকের আলোচনা হয়। আলোচনায় গুরুত্ব পায় আগামী বিধানভা নির্বাচন। এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের সাফল্যকে আরও বৃদ্ধির সংকল্প নেওয়া হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্য বিজেপির কিছু নেতার দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের সমালোচনা করেন রাজীব। রাজীব বলেন, আমাদের ঐক্যবদ্ধ থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। বাড়ির পুজো কিংবা পাড়ার মন্দিরে পুজো পর্বের অবকাশে পুরোহিতরা তুলে ধরবেন মমতার আমলেই তাঁরা ভালো আছেন। তাঁদের যাবতীয় উন্নয়ন করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। পুরোহিতদের ভাতা বৃদ্ধি এবং পাকা ছাদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে রাজীবই পৌঁছে দেবেন।
  • Link to this news (বর্তমান)