• গ্রুপ ইন্সিওরেন্স স্কিমে জমা টাকার তথ্য জানতে পারবেন সরকারি কর্মীরা
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকরা যাতে তাঁদের গ্রুপ ইন্সিওরেন্স কাম সেভিংস স্কিমের (জিআইএসএস) তহবিলে জমা টাকার তথ্য নিয়মিত জানতে পারেন তার জন্য উদ্যোগী হল সরকার। এব্যাপারে অর্থদপ্তরের সচিব রণধীর কুমারের নেতৃত্বে ৮ সদস্যের একটি কমিটি গড়া হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছ, অর্থদপ্তরের আইএফএমএস পোর্টালে জিআইএসএস মডিউল করা হবে। সেখান থেকে কর্মীরা তাঁদের জিআইএসএস তহবিলে কত টাকা জমা পড়ল, কত সুদ পাওয়া গিয়েছ, মোট জমা অর্থের পরিমাণ প্রভৃতি জানতে পারবেন। সরকারি কর্মী  আধিকারিকদের শ্রেণিবিন্যাস অনুযায়ী বেতন থেকে প্রতিমাসে ১০ টাকা থেকে ৮০ টাকা কেটে জিআইএসএস তহবিলে জমা দেওয়া হয়। কর্মরত অবস্থায় কারও মৃত্যু হলে পরিবারকে অন্যান্য খাতে প্রাপ্য অর্থের সঙ্গে জিআইএসএস-এর টাকা দেওয়া হয়। তা না-হলে অবসর নেওয়ার পর এই খাতের টাকা দেওয়া হয়। জিআইএসএস প্রকল্পের জমা টাকার উপর জিপিএফের হারে সুদ দেওয়া হয়। এখন সরকারি কর্মীরা জিপিএফে কত টাকা  জমা আছে তার হিসেব অনলাইনে পেয়ে যান। এবার জিআইএসএস-এর টাকার পরিমাণ জানা যাবে।  এতদিন এই খাতে কত টাকা হয়েছে জমা পড়েছে সেটা কর্মীরা বুঝতে পারতেন না। এদিকে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আর্থিক বছরের দ্বিতীয় কোয়ার্টারে সরকারি কর্মীদের জিপিএফে সুদের হার ৭.১ শতাংশ অপরিবর্তিত থাকছে বলেই জানিয়েছে অর্থদপ্তর। 
  • Link to this news (বর্তমান)