• আবারও কমছে সোনার দর
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েকদিন একটু করে চড়ে থাকার পর ফের সোনার দাম নিম্নমুখী। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দাবি অনুযায়ী, বুধবার কলকাতায় ২৪ ক্যারেট পাকা সোনার দাম যায় ১০ গ্রাম পিছু ৬৯ হাজার ৪৫০ টাকা। একদিনের তফাতে দাম কমেছে ৪৫০ টাকা। কেন্দ্রীয় সরকারের তরফে সোনার উপর আমদানি শুল্ক ৯ শতাংশ কমানোর ঘোষণার দিন থেকে নামতে শুরু করেছিল সোনার দাম। ২৩ জুলাই বাজেট ঘোষণায় শুল্ক কমিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেদিন ১০ গ্রাম পিছু পাকা সানার দাম নেমেছিল ৭০ হাজার ৯০০ টাকায়। তারপর কয়েকদিন দাম ওআরও একটু কমলেও, ফের তা বাড়তে শুরু করে। এখন আবার দাম নিম্নমুখী।
  • Link to this news (বর্তমান)