• বাগদায় প্রতিশ্রুতি অনুযায়ী রাস্তার কাজের শিলান্যাস
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: কথা রাখল রাজ্য সরকার। বাগদা বিধানসভা এলাকায় প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে তৈরি হবে নতুন রাস্তা। বুধবার তার আনুষ্ঠানিক শিল্যানাস করলেন সভাধিপতি নারায়ণ গোস্বামী। ছিলেন স্থানীয় বিধায়ক মধুপর্ণা ঠাকুর সহ অন্যরা। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বাগদা বিধানসভা কেন্দ্রে জয়ী হন বিজেপির বিশ্বজিৎ দাস। পরে তিনি দলবদল করে তৃণমূলে নাম লেখান। চব্বিশের লোকসভা নির্বাচনে তিনি বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেও পরাজিত হন। এর জেরে বাগদা বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হয়। তাতে জয়ী হন তৃণমূল কংগ্রেসের সর্বকনিষ্ঠ প্রার্থী মধুপর্ণা ঠাকুর। এই উপনির্বাচনের প্রচারের সময় তৃণমূলের নেতারা কথা দিয়েছিলেন যে, মধুপর্ণা জিতলে এলাকায় উন্নয়নের কাজে গতি আরও বাড়বে। সেই মতো বাগদা পঞ্চায়েত সমিতির অন্তর্গত সাগরপুর এলাকায় প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা নতুন করে তৈরি হবে। এই প্রকল্পের জন্য ব্যয় হবে প্রায় তিন কোটি ৬৭ লক্ষ টাকা।

    এদিন উদ্বোধনী অনুষ্ঠানে সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, আসলে কথা রাখার নামই হল মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে তিন কোটি ৬৭ লক্ষ টাকা খরচ করে এই রাস্তাটি নতুন করে তৈরি হবে। এছাড়া আগামী দিনের জন্য উন্নয়নের ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গিয়েছে। ধীরে ধীরে তার বাস্তবায়ন হবে।
  • Link to this news (বর্তমান)