• ফোন আপডেটের নামে ছয় লক্ষের প্রতারণার অভিযোগ
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: যত দিন যাচ্ছে ততই নিত্যনতুন ছক কষছে প্রতারকরা। এবার মোবাইল ফোন আপডেটের নাম করে প্রায় ছ’লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। টাকা খুইয়ে থানা ও সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন দেগঙ্গার রেজাউল ইসলাম। কোনও ওটিপি শেয়ার না করেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কীভাবে এত টাকা তুলে নিল প্রতারকরা, তা ভেবেই হতবাক এলাকার মানুষ। দেগঙ্গার দোগাছিয়া গ্রামের রেজাউলের কাছে ১৬ জুলাই হঠাৎই একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। অপর প্রান্ত থেকে বলা হয়, বিদ্যুৎ দপ্তর থেকে বলছি। আপনি তো অনলাইনে বিল মেটান? হ্যাঁ জবাব মিলতেই প্রতারকরা বলে, ফোন আপডেট করাতে হবে। এজন্য খরচ হবে মাত্র ১৩ টাকা। অনলাইনে ফোন আপডেট করানো হবে, না হলে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এরপরেই রেজাউলের ফোনে একটি এসএমএস আসে। কিছু না বুঝেই তাতে রেজাউল ক্লিক করেন। কিছুক্ষণ পরেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯৫ হাজার টাকা তুলে নেওয়া হয়। পাশাপাশি রেজাউলের ফোনের সিমকার্ড নো-সার্ভিস মোডে চলে যায়। এখনও সেই নো-সার্ভিস মোড চলছে।রেজাউল বলেন, চলতি মাসের ১ ও ২ তারিখে ফের ধাপে ধাপে আরও ৪ লক্ষ ৬৫ হাজার টাকা কেটে নিয়েছে। আমি কখনও থানা, আবার কখনও ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করছি। কিন্তু সুরাহা হয়নি। শেষে বুধবার রেজাউল বারাসত সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেন। তিল তিল করে জমানো টাকা এভাবে প্রতারকদের খপ্পরে পড়ে যাবে, সেটা ভেবেই আমার রাতের ঘুম উড়ে গিয়েছে। এখন ভরসা পুলিস।
  • Link to this news (বর্তমান)