• জাল দলিল বানিয়ে জমি বেহাত করার অভিযোগ, রাস্তা অবরোধ
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: এবার আমডাঙায় ব্যক্তিগত জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এনিয়ে বুধবার দুপুরে রাজ্য সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি আমডাঙা ব্লকের সাধনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাধনপুর এলাকার দাপুটে তৃণমূল নেতা নুর ইসলাম। তিনি আবার আমডাঙা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষও। স্থানীয়দের অভিযোগ, দলিল জাল করে ওই তৃণমূল নেতা কয়েক বিঘা জমি নিজের নামে করে নিয়েছেন। এ নিয়ে তাঁকে কিছু বলতে গেলে হুমকি আসছে। বাধ্য হয়ে এদিন আমডাঙা-কাঁকিনাড়া রোডের গজবন্দ মোড়ে চলে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। বন্ধ হয়ে যায় ওই রাজ্য সড়ক। বিক্ষোভকারী আব্দুল শেখ আলি, পান্নাহার বিবিরা বলেন, ভুয়ো দলিল বের করে আমাদের জমি কেড়ে নিয়েছে তৃণমূল নেতা। আমরা চাই এর একটা বিহিত। বিক্ষোভকারী নুরজাহান বিবি বলেন, জমির সমস্ত কাগজপত্র রয়েছে আমাদের নামে। কিন্তু তারপরেও ওই তৃণমূল নেতা কীভাবে জমি পেয়ে গেল, বুঝতে পারছি না। কোনও অজুহাত নয়, আমি নিজের জমি ফেরত চাই। আরেক বিক্ষোভকারী মুর্শিদ আলম বলেন, আমরা চাই নিজেদের জমি ফিরে পেতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের অনুরোধ, জমি ফেরত দেওয়া হোক। এভাবে ক্ষমতার অপব্যবহার ঠিক নয়। তাই রাস্তা অবরোধ করলাম। এদিকে, তৃণমূল নেতা নুর ইসলাম সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, পুরোটাই সাজানো। যাঁরা এদিন বিক্ষোভ করেছেন, তাঁদের জমি ওখানে নেই। এক ব্যক্তি টাকা দিয়ে ওঁদের দিয়ে বিক্ষোভ করিয়েছেন। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)