• স্বচ্ছ ভারত মিশন খরচ ১২ শতাংশ টাকা, অসন্তোষ পঞ্চায়েত দপ্তরের
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্বচ্ছ ভারত মিশন প্রকল্প নিয়ে বুধবার দুই ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠক করল পঞ্চায়েত দপ্তর। দক্ষিণ ২৪ পরগনা জেলার কঠিন ও তরল বর্জ্য  নিষ্কাশন ব্যবস্থাপনা সহ অন্যান্য বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন দপ্তরের কর্তারা। রাজ্য যেখানে এই খাতে গড় খরচের হার ৩০ শতাংশ, সেখানে এই জেলায় মাত্র ১২ শতাংশ টাকা খরচ হয়েছে বলে এদিনের বৈঠকে জানানো হয়।

    কেন এমন পরিস্থিতি, সে ব্যাপারে জেলা প্রশাসনের কাছ থেকে কৈফিয়ত তলব করেন কর্তারা। আলাদা করে কোনও ব্লককে কাঠগড়ায় না তুললেও জেলার সার্বিক কাজকর্ম নিয়ে একেবারেই খুশি হতে পারেননি তাঁরা। টেন্ডার ডাকা নিয়েও ক্ষোভের মুখে পড়তে হয়েছে এই জেলাকে। বৈঠক সূত্র জানা গিয়েছে, কাজের কোনও ফোকাস নেই, তাই এই পরিস্থিতি বলে দপ্তরের কর্তারা অভিযোগ করেন। আগামী দিনে আরও বেশি করে যাতে টাকা খরচ করা হয়, সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কাজের অগ্রগতি নিয়ে আগামী মাসে রিপোর্ট নেওয়া হবে বলে বৈঠকে জানানো হয়েছে। বাকি তিন জেলার খরচ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন আধিকারিকরা। যদিও তাদের পরিস্থিতি দক্ষিণ ২৪ পরগনা থেকে ভালো।
  • Link to this news (বর্তমান)