• পুলিসি জুলুমের প্রতিবাদে পথে ট্যাক্সি-অ্যাপ ক্যাব চালকরা
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিসি জুলুমের বিরুদ্ধে ‘কালা দিবস’ পালন করল বাম প্রভাবিত অ্যাপ ক্যাব ও ট্যাক্সি ইউনিয়ন। বুধবার কলকাতায় গণপরিবহণের সঙ্গে যুক্ত এই গাড়ির চালকরা পরিষেবা বন্ধ রেখে প্রতীকী প্রতিবাদে শামিল হন। এআইটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটার্স কো-অর্ডিনেশন কমিটির ডাকে এই কর্মসূচি হয়েছে। সংগঠনের নেতাদের অভিযোগ, রাস্তায় ট্যাক্সি-অ্যাপ ক্যাব চালকদের সঙ্গে অমানবিক আচরণ করছে কলকাতা পুলিস। যত্রযত্র মিথ্যা কেস দেওয়া হচ্ছে। যার জেরে মোটা অঙ্কের জরিমানা দিতে বাধ্য হচ্ছেন অসহায় এই চালকরা। এর প্রতিবাদে এদিন ‘কালা দিবস’ পালনের ডাক দেওয়া হয়। যেখানে এই শিল্পের সঙ্গে যুক্ত বহু চালক ও কর্মী বড়সড় জমায়েত করেন। আয়োজকদের অভিযোগ, প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ায় ২৬ জন আন্দোলনকারীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)