• পুরসভার কল থেকে পড়ছে ঘোলা জল, নাজেহাল বরানগরের বাসিন্দারা
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: পানীয় জলের সমস্যায় ব্যাপক দুর্ভোগের শিকার বরানগরের বাসিন্দারা। গত দু’দিন ধরে গঙ্গা সংলগ্ন বিভিন্ন ওয়ার্ডে পাইপলাইন থেকে ঘোলা জল বেরচ্ছে। সেই জল পান তো দূরের কথা, গেরস্থালির অন্যান্য কাজেও ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি, সোমবার থেকে এই সমস্যা শুরু হয়েছিল। বুধবার তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। তবে পুরসভার তরফে জানানো হয়েছে, কামারহাটির পুরনো জলপ্রকল্পে কিছু ত্রুটি ধরা পড়েছে। দ্রুত মেরামতির কাজ চলছে সেখানে। 

    বরানগর পুরসভার বিভিন্ন অংশে পানীয় জলের সমস্যা নিয়ে নবান্নের বৈঠক থেকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত সমস্যা সমাধানের নির্দেশও দিয়েছিলেন। তা নিয়ে স্থানীয়ভাবে নানা চাপানউতোরের মধ্যেই পুরসভার কলে ঘোলা আসতে শুরু করে। বুধবার আরও বেশি ঘোলা জল আসে। বরানগর পুরসভার ৪, ৫, ৬, ৭, ২৯, ৩০, ৩১, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডে কমবেশি এই সমস্যা দেখা গিয়েছে। আলমবাজার এলাকায় সমস্যা ছিল সবচেয়ে বেশি। ভুক্তভোগীদের অভিযোগ, ওই জল পানের অযোগ্য। এমনকী, রান্না বা স্নান করাও সম্ভব নয়। অগত্যা বাজার থেকে চড়া দামে জল কিনতে বাধ্য হচ্ছেন শহরবাসী। পুরসভার জল বিভাগের সিআইসি অমর পাল বলেন, ‘কামারহাটির জলপ্রকল্পটি ব্রিটিশ জমানার। ওই প্রকল্পের জল পরিশোধনের মেশিনও অনেক পুরনো। সেখানে যান্ত্রিক ত্রুটি হলে এই সমস্যা হয়। আমরা ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আশা করছি দ্রুত সমস্যা মিটে যাবে।’ - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)