রাতেও বাজারের আবর্জনা সংগ্রহ শুরু গোবরডাঙা পুরসভায়
এই সময় | ০৮ আগস্ট ২০২৪
এই সময়, গোবরডাঙা: এতদিন শুধুমাত্র সকালে বাড়ি বাড়ি ও বিভিন্ন বাজার থেকে আবর্জনা সংগ্রহ করত গোবরডাঙা পুরসভা। কিন্তু বিকেলের পরেই মূলত বাজারের হোটেল, রেস্তোরাঁ-সহ মিষ্টির দোকান এবং ফাস্টফুড সেন্টারগুলিতে ক্রেতাদের ভিড় হয়। ফলে এই সব দোকানগুলির আবর্জনার পরিমাণও বাড়তে থাকে।পুরসভা ভিত্তিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে গুরুত্ব দিয়ে রাজ্য সরকারের নির্দেশে বাজার থেকে রাত্রিকালীন আবর্জনা সংগ্রহ পরিষেবা চালু করল গোবরডাঙা পুরসভা। বুধবার রাত ৯টা থেকে এই পরিষেবা চালু হয়েছে বলে গোবরডাঙা পুরসভা জানিয়েছে। রাজ্য সরকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে গুরুত্ব দিয়ে বাড়ি বাড়ি আবর্জনা জমিয়ে রাখার জন্য দু’টি করে বালতি দিয়েছিল।
বিভিন্ন পুরসভার পক্ষ থেকে ওয়ার্ডের প্রতিটি বাড়িতে সবুজ এবং নীল রঙের বালতি দেওয়া হয়। পচনশীল এবং অপচনশীল আবর্জনা আলাদা আলাদা ভাবে দু’টি বালতিতে রেখে দেন বাড়ির লোকজন। পুরসভার সাফাই কর্মীদের গাড়িতেও এই দুই রঙের বাক্স থাকে। প্রতিদিন সকালে এসে পুরসভার সাফাই কর্মীরা বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করেন।
পরে সেগুলো পুরসভার নিজস্ব জায়গায় পৃথকীকরণ হয়। পচনশীল জিনিস পচিয়ে বেশ কিছু পুরসভা জৈব সার তৈরি করে। একই ভাবে বাজার থেকেও আবর্জনা সংগ্রহ করত গোবরডাঙা পুরসভা। কিন্তু এই পরিষেবা এতদিন শুধু সকালেই চালু ছিল। এ বার বাজার এলাকা থেকে রাতের দিকেও এই পরিষেবা চালু করল গোবরডাঙা পুরসভা। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে নাইট ওয়েস্ট কালেকশন সার্ভিস।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, গোবরডাঙা পুরসভা এলাকার মধ্যে ৯টি বড় ধরনের বাজার রয়েছে। স্টেশন বাজার, স্টেশন রেল বাজার, প্রসন্নগন্ধ বাজার, কালীবাড়ি বাজার ও খাটুরা বাজার। এই বাজারগুলিতে সন্ধ্যার দিকে প্রচুর ভিড়ও হয়। হরেক ধরনের ফাস্ট ফুড সেন্টার থেকে হোটেল, রেস্তোরাঁ এবং মিষ্টির দোকানও রয়েছে। এই দোকানগুলোতে মূলত সন্ধ্যা থেকে ক্রেতাদের ভিড় বাড়ে ফলে প্রচুর পরিমাণে এই দোকানে আবর্জনা জমা হয়।
অনেক ক্ষেত্রে দোকান বন্ধের আগে আবর্জনাগুলো রাস্তার একধারে রেখে দেওয়া হয়। পথকুকুর সেই জঞ্জালগুলো ছড়িয়ে দেয়। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাপনায় আরও গতি আনতে এ বার রাজ্য সরকারের নির্দেশে বুধবার থেকে নাইট ওয়েস্ট কালেকশন সার্ভিস চালু করল গোবরডাঙা পুরসভা। এ দিন রাত ৯টায় পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত এবং অন্যান্য কাউন্সিলারদের উপস্থিতিতে এই পরিষেবা চালু হয়।
পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত বলেন, ‘সরকারের নির্দেশ কার্যকর করতেই এ দিন মূলত বাজারগুলি থেকে নাইট ওয়েস্ট কালেকশন সার্ভিস চালু হয়েছে। আগে সপ্তাহের পাঁচ দিন বাড়ি বাড়ি গিয়ে সাফাই কর্মীরা আবর্জনা সংগ্রহ করতেন। এ বার থেকে টানা সাতদিন রাতে আবর্জনা সংগ্রহ পরিষেবাও চালু করা হলো।’