• রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লোগো দিয়ে অফারের মেসেজ
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৪৯৯৯ টাকার রিওয়ার্ড পয়েন্ট। উপহারস্বরূপ প্রাপ্ত এই টাকা তোলার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন। প্রথম সারির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের রিওয়ার্ড অ্যাপ ডাউনলোড হয়ে যাবে আপনার ফোনে। সেই অ্যাপ থেকেই অফারের টাকা সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে যাবে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লোগো সাঁটানো প্রোফাইল থেকে এমনই মেসেজ আসছে গ্রাহকদের হোয়াটসঅ্যাপে। কিন্তু, মেসেজের সেই টোপে পা দিলেই বিপত্তি। লিঙ্কে ক্লিক করলেই ফোন চলে যাবে প্রতারকদের কাছে। জীবনের যাবতীয় সঞ্চয় চোখের পলকে গ্রাস করতে পারে সাইবার প্রতারকরা। কলকাতা পুলিস সূত্রে খবর, এমন একাধিক অভিযোগ ইতিমধ্যেই লালবাজারে এসে পৌঁছেছে। তার ভিত্তিতে তদন্ত চলছে। একইসঙ্গে এই মর্মে সচেতনতা বার্তা প্রচার করছে কলকাতা পুলিস। শুধু তাই নয়, লালবাজারের সোশ্যাল মিডিয়া টিমকেও নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সাইবার শাখার এক আধিকারিকের কথায়, বিভিন্ন ভুয়ো সিম ব্যবহার করে এই ধরনের মেসেজ পাঠানো হয়। তাই এগুলিকে ট্র্যাক করা কঠিন। একইসঙ্গে হোয়াটসঅ্যাপে ব্রডকাস্ট গ্রুপ খুলে একলপ্তে বহু মানুষকে মেসেজ পাঠানো হচ্ছে। পুলিসের দাবি, বেশিরভাগ মানুষই সচেতন। তবে অনেকেই কৌতূহলবশত লিঙ্কে ক্লিক করে দিচ্ছেন। ফোনের যাবতীয় কন্ট্রোল চলে যাচ্ছে প্রতারকদের হাতে। সেখান থেকে ফোনের মেসেজ ‘ডাইভার্ট’ করে দিচ্ছে প্রতারকরা। তার জেরে ব্যাঙ্ক লেনদেনের ওটিপি আসছে না গ্রাহকের মোবাইলে। শুধু তাই নয়, টাকা ডেবিটের মেসেজও পাচ্ছেন না তাঁরা। অর্থাৎ, গোপনে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা।

    অন্যদিকে, আরটিও অফিসের নাম করেও প্রতারণার মেসেজ আসছে। তাতে বলা হচ্ছে, আপনার ড্রাইভিং লাইসেন্স ব্লক করে দেওয়া হয়েছে। সেটি খোলার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন। লালবাজার সূত্রের কথায়, সবই প্রতারণার উদ্দেশ্যে আসা মেসেজের ভিন্ন ভিন্ন বয়ান। কলকাতা পুলিসের সাইবার বিভাগের এক আধিকারিকের কথায়, ইদানীং গ্যাসের ভরতুকি নিয়েও নানা অজুহাত দেওয়া হচ্ছে। ব্যাঙ্কে ভরতুকির টাকা পেমেন্টের টোপ দিয়ে সাইবার জালিয়াতির ফাঁদ ফেলা হচ্ছে। গত এক মাসে ১৩টি এমন অভিযোগ পেয়েছে লালবাজার। 
  • Link to this news (বর্তমান)