• হাতানিয়া-দোয়ানিয়ায় নজরদারি, জাহাজ, ট্রলারে তল্লাশি  
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, কাকদ্বীপ: সুন্দরবনে ভারত ও বাংলাদেশের জল সীমানার পর এবার নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদীতে নজরদারি বাড়ানো হল। কারণ এই নদী পথ দিয়ে প্রতিদিন কয়েকশো পণ্যবাহী বিদেশি জাহাজ যাতায়াত করে। আন্তর্জাতিক জলপথ হিসেবে পরিচিত বলে এখানে উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে ফ্রেজারগঞ্জ অফিসে কর্মরত উপকূলরক্ষী বাহিনী ও কাস্টমসের (শুল্ক বিভাগ) আধিকারিকরা যৌথভাবে অভিযান চালান। যেহেতু এই নদীপথ দিয়ে বাংলাদেশের বহু পণ্যবাহী জাহাজ যাতায়াত করে তাই তাঁরা কোনও ঝুঁকি নিতে চান না। সেকারণেই প্রতিটি জলযান পরীক্ষা করা হচ্ছে। জাহাজের নাবিক থেকে মালবাহক— সবার নথিপত্র যাচাই করছেন বাহিনীর আধিকারিকরা। একেকটি জাহাজে কতজন কর্মী রয়েছেন, তাঁদের পরিচয়পত্র আছে কি না, এসবই খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মাছ ধরার ট্রলারগুলির উপরেও নজরদারি চালানো হচ্ছে। কারণ এই নদীর দুই পাড়েই রয়েছে জনবসতি। কোনওভাবে যাতে ওপার বাংলা থেকে এসে এখানে লুকিয়ে থাকতে না পারে, তার জন্য এই বিশেষ ব্যবস্থা। কলকাতা বন্দর থেকে বাংলাদেশ যাওয়ার গোটা জলপথেই নজরদারি বাড়ানো হয়েছে বলে খবর।

    অন্যদিকে, সুন্দরবন উপকূল থানা এলাকাতেও বুধবার ব্যাপকভাবে নজরদারি চালানো হয়েছে। স্পিড বোটে করে প্রত্যেক নৌকার কাছে গিয়ে তল্লাশি চালায় পুলিস। কে কখন কোথায় যাচ্ছে, কতদিন ধরে মাছ ধরছে, মৎস্যজীবীদের বাড়ি কোথায়, বৈধ কাগজপত্র আছে কি না, ইত্যাদি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেন অফিসাররা।
  • Link to this news (বর্তমান)