• বলাগড়ের গঙ্গায় ভাঙন নিয়ে সংসদে সরব রচনা, খুশি হুগলি
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির গঙ্গা ভাঙনের সমস্যাকে লোকসভায় তুলে ধরলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বুধবার আড়াই মিনিটের বক্তব্যে সুচারুভাবে এই সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি সমাধানেরও প্রস্তাব দিয়েছেন তিনি। তাঁর সেই বক্তব্য হুগলিতে এসে পৌঁছতেই নাগরিকদের মধ্যে সাড়া পড়েছে। বিশেষ করে বলাগড়ে এই বক্তব্যকে ঘিরে চর্চা শুরু হয়েছে। বলাগড় রচনা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা এলাকার মধ্যেই পড়ে। এই ব্লকই হুগলিতে সবচেয়ে বেশি গঙ্গা ভাঙনের শিকার। লোকসভা নির্বাচনের প্রচারে গঙ্গা ভাঙন নিয়ে লোকসভায় সরব হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রচনা।

    লোকসভায় রচনার বক্তব্য নিয়ে এদিন বলাগড়ের বিভিন্ন মহল থেকে প্রায় একইরকম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। নাগরিকদের বড় অংশ এদিন বলেছে, বহু বছর পর বলাগড়ের সমস্যাকে সংসদে তুলে ধরেছেন কোনও সাংসদ। আগের সাংসদ পাঁচ বছর সময় পেলেও বলাগড়ের সমস্যার ন্যূনতম সমাধান করেননি। রচনা এদিন বলেন, শুধু প্রতিশ্রুতি রক্ষার জন্য আমি সংসদে ভাঙনের সমস্যা তুলে ধরিনি। আমি বলাগড়ের মানুষের সমস্যা নিজের চোখে দেখেছি। সেই ভয়াবহতা সংসদকে জানানো প্রয়োজন ছিল। তাৎপর্যপূর্ণভাবে এদিন রচনার বক্তব্য রাখার সময় কাছেই ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের। মুর্শিদাবাদ জেলাজুড়েই গঙ্গা ভাঙন তীব্র আকার নিয়েছে। এদিকে, বলাগড়ের গঙ্গা ভাঙন নিয়ে রচনার বক্তব্যের পর তৃণমূলের সাংসদকে নিয়ে মানুষের উচ্ছ্বাস দেখেছে বিজেপি নেতৃত্ব। তাঁরা অবশ্য বিষয়টিকে আমল দিতে চাননি। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, বলাগড়ের সমস্যার কথা আমাদের সাংসদও লোকসভায় তুলেছিলেন। বিষয়টি নতুন কিছু নয়। তৃণমূল বিষয়টিকে বড় করে দেখাতে চাইছে। 
  • Link to this news (বর্তমান)