• আজ নয় শেষযাত্রা, বুদ্ধদেব ভট্টাচার্যের দেহদান শুক্রবার, জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম
    আনন্দবাজার | ০৮ আগস্ট ২০২৪
  • প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রা বৃহস্পতিবার হবে না বলে জানালেন মহম্মদ সেলিম। সিপিএমের রাজ্য সম্পাদক জানিয়েছেন, আপাতত বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের দেহ তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই রাখা হবে তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের জন্য। পরে তাঁর দেহ সংরক্ষণ করা হবে। শুক্রবার সকাল ১০টায় আলিমুদ্দিন স্ট্রিটের দফতরের আনা হবে বুদ্ধদেবের দেহ। সেখান থেকে বিকেল ৪টের সময় শুরু হবে শেষযাত্রা। তবে বুদ্ধদেবের শেষকৃত্য হবে না। সেলিম জানিয়েছেন, বুদ্ধদেব তাঁর দেহ দান করে গিয়েছিলেন। শেষযাত্রার পরে তাঁর ইচ্ছে অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ দান করা হবে। দলীয় সূত্রে খবর, এসএসকেএম হাসপাতালে দান করা হবে বুদ্ধদেবের দেহ।

    বৃহস্পতিবার সকাল ৮টা বেজে ২০ মিনিটে তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই খবর পাওয়ার পরেই সেখানে পৌঁছন সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম। দৃশ্যতই ভেঙে পড়তে দেখা যায় তাঁকে। সেলিম বলেন, ‘‘জীবন যুদ্ধ লড়ছিলেন। চিকিৎসকেরাও চেষ্টা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হল না।’’
  • Link to this news (আনন্দবাজার)