• বুদ্ধদেবের ইচ্ছেতে স্বীকৃতি, কখন-কোথায় দেহদান? জানুন শেষযাত্রার সময়
    এই সময় | ০৮ আগস্ট ২০২৪
  • প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ ইচ্ছেকেই সম্মান বামেদের। তাঁর দেহ এবং চক্ষুদান করা হবে। বৃহস্পতিবারই হবে চক্ষুদান। শুক্রবার অন্তিমযাত্রা শেষে তাঁর দেহদান করা হবে নীলরতন সরকার অথবা এসএসকেএম-এর মতো কোনও সরকারি হাসপাতালে।কোথায়-কখন শ্রদ্ধা জানাতে পারবেন বুদ্ধদেবকে?এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ শেষ নিঃশ্বার ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিজের পাম অ্যাভিনিউয়ের দু'কামরার ফ্ল্যাটেই প্রয়াণ। দুঃসংবাদ পাওয়ার পর সেখানে ছুটে যান বাম শীর্ষ নেতারা। শোকস্তব্ধ বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিমরা। তাঁকে শেষবারের মতো দেখতে পৌঁছন অসংখ্য দলীয় কর্মী, অনুরাগী, শুভানুধ্যায়ী এবং আত্মীয় পরিজনেরা।

    বৃহস্পতিবার দুপুরে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে।শুক্রবার সকাল ১০টা নাগাদ মরদেহ পৌঁছবে CPIM-এর রাজ্য দপ্তরে।শুক্রবার সাড়ে ১০টা থেকে ৩১ নম্বর আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবনে শ্রদ্ধা জানাতে পারবেন সকলে।শুক্রবার বিকেল ৪টে পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য শায়িত থাকবে তাঁর মরদেহ।শুক্রবার বিকেল ৪টের পর বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে শোক মিছিল হবে।

    পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা রাজ্য সরকারেরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন দুঃসংবাদটি শোনার পরই পৌঁছে গিয়েছিলেন পাম অ্যাভিনিউতে। তিনি বলেন, 'আজ সরকারি ছুটি ঘোষণা করেছি। আগামিকাল রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে আমরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে চাই।' তিনি আরও বলেন, 'বুদ্ধদেব যত বার হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সুস্থ হয়ে ফিরে এসেছিলেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্তি ছিল। তাঁর মৃত্যুর বয়স হয়তো এখনও হয়নি। কিন্তু তাঁর শারীরিক সমস্যা ছিল, শ্বাসকষ্ট হত। আমি তাঁর পরিবারের সকলকে, সিপিএম তথা বামফ্রন্টের প্রত্যেককে এবং আমাদের প্রত্যেক সহনাগরিককে সমবেদনা জানাচ্ছি।'
  • Link to this news (এই সময়)