• দপ্তর বণ্টনে কি পুরসভার ডিজি’দের ক্ষমতা কাটছাঁট, ব্যাখ্যা মেয়রের
    এই সময় | ০৮ আগস্ট ২০২৪
  • এই সময়: কলকাতা পুরসভার বিভিন্ন দপ্তরে কয়েক দিন আগেই নতুন ডিজি নিয়োগ হয়েছে। পদাধিকার বলে ডিজিরাই হলেন সংশ্লিষ্ট বিভাগের প্রধান। কিন্তু বেশ কয়েকটি দপ্তরে ডিজিদের ক্ষমতা কাটছাঁট করে কোনও অবসরপ্রাপ্ত ওএসডি অথবা অন্য কোনও দপ্তরের আধিকারিককে বাড়তি দায়িত্ব দেওয়ায় পুর ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের একাংশের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।প্রশ্ন উঠছে, যাঁরা ডিজি পদে নিযুক্ত হয়েছেন তাঁদের উপর কি আস্থা রাখতে পারছেন না পুরকর্তারা? পুর কর্তৃপক্ষের অবশ্য দাবি, পুরোনো এবং বর্ষীয়ান অফিসারদের অভিজ্ঞতাকে কাজে লাগাতেই কয়েকজনকে ওএসডি হিসাবে রেখে দেওয়া হয়েছে। কলকাতার মেয়র ফিরহাদের ব্যাখ্যা, ‘শহরের দৈনন্দিন পরিষেবা চালু রাখার জন্য অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের দরকার পড়ে। নতুন যাঁরা ডিজি হয়েছেন তাঁদের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। সেজন্য পুরোনোদের রেখে দিতে বাধ্য হচ্ছি আমরা। তাতে নতুন ডিজিদের কাজ বুঝে নিতে সুবিধা হবে।’

    ডিজিদের দপ্তর বণ্টনের জন্য পুরসভা থেকে যে নতুন তালিকা প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, সিভিল ইঞ্জিনিয়ারিং দপ্তরে নতুন ডিজি নিয়োগ করা হলেও এই বিভাগের নিয়ন্ত্রণ থাকছে ওএসডি পিকে দুয়ার হাতে। বছর পাঁচেক আগে তিনি সিভিল বিভাগের ডিজি পদ থেকে অবসর গ্রহণ করেছেন।

    পুরসভার চিফ পার্সোনেল ম্যানেজারের অফিস থেকে জারি করা নতুন নির্দেশনামায় বলা হয়েছে, সিভিল বিভাগের ডিজি জ্যোতিপ্রকাশ সরকারের দায়িত্ব বিভাজন করবেন ওএসডি। সিভিল বিভাগের সমস্ত ফাইল তাঁর হাত দিয়ে পাশ হবে। এই নির্দেশনামা দেখার পর ইঞ্জিনিয়ারদের অনেকেই বিস্মিত হচ্ছেন। সিভিল বিভাগের এক ইঞ্জিনিয়ার বলেন, ‘ডিজি হলেন সবার উপরে। একজন অবসরপ্রাপ্ত আধিকারিক ডিজি পদমর্যাদার অফিসারকে কী ভাবে নির্দেশ দিতে পারেন?’

    একই ভাবে পুরসভার জল সরবরাহ বিভাগের জন্য একজন ডিজি থাকলেও তাঁর মাথার উপর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিজি অমিতাভ পালকে বসিয়ে দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার যত জলপ্রকল্প এবং ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট রয়েছে এবং ভবিষ্যতে যে সব প্রকল্প হাতে নেওয়া হবে সেগুলিরও দেখভাল করবেন অমিতাভবাবু। মার্কেট বিভাগের ডিজি হয়েছেন শুভজিৎ দাশগুপ্ত।

    তার সঙ্গে পিপিপি সেলের দায়িত্বও সামলাবেন তিনি। রোডস বিভাগের ডিজি হয়েছেন বিষ্ণু দাস। এর পাশাপাশি ড্রেনেজ বিভাগের ডিজির পরামর্শ মেনে তাঁকে নিকাশির কাজও দেখতে হবে। এন্টালি ওয়ার্কশপের ডিজি হয়েছেন অমলকৃষ্ণ মণ্ডল। সেই সঙ্গে জল সরবরাহ বিভাগের ডিজি অনিন্দ্য কুমার ঘোষের যখন যেমন নির্দেশ দেবেন, সেই মতো তাঁকে জল সরবরাহ বিভাগের কাজও দেখতে হবে।
  • Link to this news (এই সময়)