• বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসানে শোকপ্রকাশ মমতার, সরকারি ছুটির ঘোষণা
    এই সময় | ০৮ আগস্ট ২০২৪
  • রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসানে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক ময়দানে এই দুই রাজনীতিক বরাবর বিপরীত মেরুতে থেকেছেন, প্রতিপক্ষ হয়ে লড়াই করে গিয়েছেন। কিন্তু, ব্যক্তিগত স্তরে বরাবর সৌজন্য দেখিয়েছেন তাঁরা। জন্মদিনে শুভেচ্ছা জানানো হোক বা অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছুটে যাওয়া, বাংলার রাজনীতির সেই অধ্যায় আগামী প্রজন্মের জন্য সম্বল।বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসানে শোক প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লিখেছেন, 'পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুব দুঃখিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'

    মমতা বন্দ্যোপাধ্যায় একটি সংবাদ মাধ্যমকে জানান, তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে যাচ্ছেন। রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দিয়ে শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এ দিন পূর্ণ দিবস সরকারি ছুটির ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

    সরকারি ছুটির নির্দেশ

    মমতা বন্দ্যোপাধ্যায় এবং বুদ্ধদেব ভট্টাচার্য বরাবর বঙ্গ রাজনীতিতে বিপরীত মেরুতে থেকেছেন। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলন, যা বামেদের ৩৪ বছরের শক্ত ভিত নড়িয়ে দিয়েছিল তার অন্যতম কান্ডারি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে ১৯ মে বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলার মসনদে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, তাঁদের মধ্যে ব্যক্তিগত সৌজন্যের অভাব ছিল না কোনওদিন। একাধিকবার অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে ছুটে গিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর বয়স হয়েছিল ৮০। ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন।

    দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সিওপিডির জন্য সরাসরি প্রভাব পড়েছিল ফুসফুসে। শ্বাসকষ্টে ভুগতেন তিনি। শেষের এক দুই বছর তাঁর দৃষ্টিশক্তিও ঝাপসা হয়েছিল তাঁর। বৃহস্পতিবার সকালে নিজের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব ভট্টাচার্য। সকাল ৮টা ২০ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়।
  • Link to this news (এই সময়)