আজকাল ওয়েবডেস্ক: বিশ্বাসী ছিলেন বামপন্থী ভাবধারায়। ছিলেন ঘোর নাস্তিক। কেউ বলতেও পারবেন না তিনি কোনওদিন কোনও পূজা মণ্ডপে বা কোনও ধর্মস্থানে গিয়ে ঈশ্বরের আরাধনা করেছেন। অথচ প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য’র কন্ঠে গায়ত্রী মন্ত্র পাঠ শুনে অবাক হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ আশ্রমের সন্ন্যাসীরা। বৃহস্পতিবার তাঁর মৃত্যুর পর স্মৃতিচারণায় একথা জানান জয়নগরের নিমপীঠ শ্রীরামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী অমৃতানন্দ।