কারণ ছিল স্টার থিয়েটার, নির্বাচনে বুদ্ধদেবের বিরুদ্ধে দাঁড়ানো মাধবী খবর পেলেন আজকালের মাধ্যমে...
আজকাল | ০৮ আগস্ট ২০২৪
শ্যামাশ্রী সাহা : প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার সকালে প্রাতঃরাশের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের ডাকা হয়। কিন্তু ততক্ষণে তিনি মারা গিয়েছেন। মৃত্যুর কারণ কার্ডিয়াক অ্যারেস্ট বলে জানা যায়। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন বিশিষ্ট মহলের ব্যক্তিরা।
আজকাল ডট ইনকে তিনি ফোনে জানান, স্টার থিয়েটার নিয়ে তিনি অত্যন্ত সংবেদনশীল ছিলেন। সেই সময় কলকাতার মেয়র ছিলেন আরেক প্রয়াত নেতা সুব্রত মুখার্জি। সুব্রত মুখার্জিকে মাধবী মুখার্জিকে বলেছিলেন স্টার থিয়েটার নিয়ে তিনি তাঁকে যা করতে বলবেন তিনি তাই করবেন। এরপরই তিনি যাদবপুর থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে লড়তে বলেন। কিছু না ভেবেই তিনি সেদিন লড়েছিলেন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে। মাধবী মুখার্জি এমনিতেই জানতেন তিনি ভোটে হারবেন। তবে সুব্রত মুখার্জিকে দেওয়া কথা রাখার জন্যেই তিনি ভোটে লড়েছিলেন। ভোটে হেরে যাওয়ার পরও তাই বিন্দুমাত্র বিচলিত হননি মাধবী মুখার্জি। তবে আজ বাংলার প্রাক্তন মুখ্যমমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে তিনি গভীর শোকজ্ঞাপন করলেন।