• কেবল রাজনীতিবিদ নয়, বুদ্ধদেব ছিলেন কবি-অনুবাদক-আলোচক: পবিত্র সরকার...
    আজকাল | ০৮ আগস্ট ২০২৪
  • রিয়া পাত্র 

    বুদ্ধদেবের প্রয়াণে শোকাহত পবিত্র সরকার বললেন, 'তাঁর দলগত পরিচয় ছাড়াও, তিনি ছিলেন এক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। নিজে কবি ছিলেন। কবিতার আলোচনা করেছেন। কবিতার অনুবাদ করেছেন। রাজনীতির বাইরেও তাঁর বড় একটা পরিসর ছিল। আমি অধ্যাপনা সূত্র-সহ নানা সময়ে, এমনকি ব্যক্তিগত বিপন্নতার সময়েও বুদ্ধদেবের অকৃপণ সাহায্য পেয়েছি। তাঁর অসুস্থতার খবরে আমি সবসময় ভয়ে ভয়ে থেকেছি। আজ সকালে এল এই সংবাদ। আমি মর্মাহত। '
  • Link to this news (আজকাল)