• পবিত্র সরকার...
    আজকাল | ০৮ আগস্ট ২০২৪
  • রিয়া পাত্র 

    বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত। বৃহস্পতিবার সকালের এই খবরে শোকাহত তাঁর অনুরাগী, বন্ধু, পরিজন, দলের কর্মী সমর্থকরা। দীর্ঘদিন ধরে অসুস্থ বুদ্ধদেব, গতবছরও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। প্রতিবারই আশঙ্কাকে তুচ্ছ করে ফিরে এসেছিলেন হাসপাতাল থেকে।  ৮ আগস্ট, ৮০ বছর বয়সে, জীবনাবসান বাম জমানার দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর। তাঁর মৃত্যুতে ব্যাক্তিগত স্মৃতিচারণায় বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার।

    বললেন, 'বুদ্ধদেব আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। পশ্চিমবাংলার রাজনীতিতে তাঁর অবদান নিয়ে বলবেন অন্যরা, কিন্তু আমি ব্যক্তিগত কথা বলি কিছু। সালটা ১৯৬০-৬২। বামপন্থী ছাত্র আন্দোলনে তাঁকে অনুজ হিসেবে পেয়েছি আমি। একটা সময় পরেই তাঁর কাছাকাছি বৃত্তে পৌঁছেছিলাম। তিনি নানা সময়ে, ব্যক্তিগতভাবে নানা ধরনের সাহায্য করেছেন আমাকে। এগিয়ে দিয়েছেন নানা সময়ে। এই ব্যক্তিগত ঋণ আজ আমি স্মরণ করছি বিষন্ন চিত্তে। এরকম ভদ্র সজ্জন শিক্ষিত মুখ্যমন্ত্রী কম দেখা যায়।'

    বুদ্ধদেবের প্রয়াণে শোকাহত পবিত্র সরকার বললেন, 'তাঁর দলগত পরিচয় ছাড়াও, তিনি ছিলেন এক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। নিজে কবি ছিলেন। কবিতার আলোচনা করেছেন। কবিতার অনুবাদ করেছেন। রাজনীতির বাইরেও তাঁর বড় একটা পরিসর ছিল। আমি অধ্যাপনা সূত্র-সহ নানা সময়ে, এমনকি ব্যক্তিগত বিপন্নতার সময়েও বুদ্ধদেবের অকৃপণ সাহায্য পেয়েছি। তাঁর অসুস্থতার খবরে আমি সবসময় ভয়ে ভয়ে থেকেছি। আজ সকালে এল এই সংবাদ। আমি মর্মাহত। '
  • Link to this news (আজকাল)