• আমার সঙ্গে কী সম্পর্ক ছিল বুদ্ধবাবুর সেটা বর্তমান বাম নেতারা বুঝবেন না, বললেন কুণাল...
    আজকাল | ০৮ আগস্ট ২০২৪
  • তীর্থঙ্কর দাস, বিভাস ভট্টাচার্য: বয়স হয়েছিল ৮০ বছর। আবাসনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত বাম জমানার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 

    সংসদে ঢোকার আগে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য আজকাল ডট ইনকে জানিয়েছেন, "রাজনৈতিকভাবে বুদ্ধদেবের সমালোচনা করেছি। কিন্তু তার এভাবে চলে যাওয়াটা মানা যায় না। দলের সীমাবদ্ধতার মধ্যেও নতুন করে বুদ্ধদেব বাবু শিল্পায়নের জন্য একটি অসীম চেষ্টা তৈরি করেছিলেন। তার সাহিত্য প্রেম অনারম্বর জীবনযাপন, সততা এবং রাজনৈতিক মতাদর্শ ছিল প্রশ্নাতীত।" ইতিমধ্যেই পাম এভিনিউয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের আবাসনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা আসতে শুরু করেছেন।
  • Link to this news (আজকাল)