পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা প্রকাশ করেন তিনি। বুদ্ধবাবুর দল ও পরিবারকে জানান গভীর সমবেদনা।
স্মরণে বুদ্ধদেব - ‘আমরা এক ছিলাম এক থাকব’, উত্তরবঙ্গ বিভাজন নিয়ে সরব হয়েছিলেন বুদ্ধবাবু
স্মরণে বুদ্ধদেব - জঙ্গি আন্দোলন করে সরিয়েছিলেন মসনদ থেকে, বুদ্ধদেবের প্রয়াণে কী লিখলেন সেই মমতা?
শোকবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমি শোকাহত। তিনি ছিলেন এক বলিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিক্ত। তিনি অত্যন্ত দায়িত্ব সহকারে রাজ্যবাসীর সেবা করেছিলেন। তাঁর দলের সদস্য ও পরিবারকে আমার গভীর সমবেদনা জানাই। ওম শান্তি।’
২০০০ সালের ৬ নভেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে বসেন বুদ্ধদেব। ২০০১ সালের ৭ অক্টোবর প্রথমবার গুজরাতের মুখ্যমন্ত্রী হন মোদী। দেশের দুই প্রান্তের ২ রাজ্যের রাজনৈতিক রং ছিল সম্পূর্ণ ভিন্ন মেরুর। ২০০২ সালে গোধরা পরবর্তী হিংসায় তীব্র প্রতিবাদ ধ্বনীত হয় বাম শাসিত পশ্চিমবঙ্গ থেকে। গুজরাতে আক্রান্ত বহু সংখ্যালঘু আশ্রয় নেন কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে। সময়ের সঙ্গে সেরেছে সেই সব ক্ষত।
২০১১ সালের বিধানসভা ভোটে পরাস্ত হয়ে বুদ্ধদেব যখন রাজনীতি থেকে অঘোষিত সন্ন্যাস নিয়েছেন তখন নরেন্দ্র মোদীর সাফল্যের সূর্য মধ্যগগনে। ২০১৪ সালে NDA সরকারকে উৎখাত করে প্রধানমন্ত্রীর পদে বসেন তিনি। তার পর থেকে গোটা দেশে বামেদের অবক্ষয় অব্যহত। বামেদের এমন এক সঙ্কটকালে চলে গেলেন বুদ্ধদেব।