• খবরটা শুনে আমি এতটাই উদ্বিগ্ন হয়ে গেছিলাম, হাতটা ঘসে গিয়ে গলগল করে রক্ত বেরিয়েছে
    হিন্দুস্তান টাইমস | ০৮ আগস্ট ২০২৪
  • প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাসভবনে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান তিনি। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবারের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

    স্মরণে বুদ্ধদেব - ‘‌আমরা এক ছিলাম এক থাকব’‌, উত্তরবঙ্গ বিভাজন নিয়ে সরব হয়েছিলেন বুদ্ধবাবু

    স্মরণে বুদ্ধদেব - জঙ্গি আন্দোলন করে সরিয়েছিলেন মসনদ থেকে, বুদ্ধদেবের প্রয়াণে কী লিখলেন সেই মমতা?

    এদিন মমতা বলেন, আমি রবীনবাবুকে বলেছি দলের সঙ্গে কথা বলতে। পিস ওয়ার্ল্ডের বদলে যদি ওরা দেহ রবীন্দ্রসদন – নন্দন চত্বরে রাখতে চান রাখতে পারেন। বিধানসভাতেও দেহ নিয়ে যেতে বলেছি। উনি দীর্ঘদিনের জন প্রতিনিধি ও মুখ্যমন্ত্রী ছিলেন। ওনার মৃত্যুতে আমরা আজকে ছুটি ঘোষণা করেছি। আগামীকাল আমরা ওনাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দিয়ে শেষকৃত্য করতে চাই।

    বুদ্ধবাবুর স্মরণ করে মমতা বলেন,‘বউদি বললেন, উনি আজ সকালেও ব্রেকফাস্ট করেছেন। তার পরই শ্বাসকষ্টটা শুরু হয়। তার পরই উনি চলে গেছেন। তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন। কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন। একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না। তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে।’

    স্মরণে বুদ্ধদেব - ‘‌বাংলার মানুষকে একদিন সিদ্ধান্ত নিতেই হবে....‌’‌, অভিমান রয়েই গেল বুদ্ধবাবুর

    বুদ্ধদেবের প্রয়াণের খবরে তিনি বিহ্বল হয়ে পড়েন বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই খবরটা শুনে আমি এতটাই উদ্বিগ্ন হয়ে গেছিলাম, দেখুন হাতটা পুরো ঘসে গিয়ে গলগল করে রক্ত বেরিয়েছে। মানে কীরকম একটা লাগছিল।’

    এর আগে এক শোকবার্তায় মমতা লিখেছিলেন, তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুব দু:খিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআই দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)