• ডেঙ্গি রোধে বড় সিদ্ধান্ত, আড়াই লক্ষ গাপ্পি মাছ ছাড়া হল মুর্শিদাবাদে ...
    আজকাল | ০৯ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বুধবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের বছর ঊনিশের এক যুবকের ডেঙ্গি জ্বরে মৃত্যুর পরেই আতঙ্ক ছড়িয়েছে গোটা জেলা জুড়ে। তবে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, বুধবার সামশেরগঞ্জের বাসিন্দা সোহেল রানার মৃত্যুর আগেও গত ৩ তারিখে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তির ডেঙ্গি জ্বরে মৃত্যু হয়েছে। তবে তার নাম পরিচয় জেলা স্বাস্থ্য প্রশাসনের তরফে জানানো হয়নি। 

    ফারাক্কা ব্লকের বিএমওএইচ মসিউর রহমান বলেন, এ বছর জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ফারাক্কা ব্লকে মোট ১৮ জন ডেঙ্গি পজেটিভ রোগী পাওয়া গেছে। তবে গত ১০ দিনে এই রোগের প্রাদুর্ভাগ কিছুটা বেড়েছে। '
    সঙ্গেই বলেন, 'ফারাক্কা ব্লকে এই রোগের প্রাদুর্ভাব আটকানোর জন্য আমরা ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছি। কোনও অঞ্চলে ডেঙ্গু পজেটিভ রোগীর খোঁজ পেলেই আশা এবং এএনএম কর্মীরা আশেপাশের বাড়িগুলো ভিজিট করছেন এবং জ্বরে আক্রান্ত ব্যক্তির নিয়মিত খোঁজ রাখা হচ্ছে, ডেঙ্গি রোগীর জ্বর ছাড়ার পরবর্তী ৪৮ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। তাই জ্বর ছাড়ার পরও আমরা রোগীদেরকে আরও ৪৮ ঘন্টা বিশেষ পর্যটবেক্ষণ রাখছি। এর পাশাপাশি ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এবং ভিলেজ রিসোর্স পার্সনরা কাজ করে চলেছেন। '
  • Link to this news (আজকাল)