ইতিমধ্যেই জানা গিয়েছে, বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডে থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ। শুক্রবার তাঁকে শেষবারের মতো নিয়ে যাওয়া হবে বিধানসভায়। সকাল ১১টা থেকে সাড়ে ১১টা বিধানসভায় তাঁর মরদেহ রাখা হবে। ১২ টা নাগাদ দেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে, সিপিএম-এর রাজ্য দপ্তরে। দুপুর ৩টা পর্যন্ত সেখানেই থাকবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মরদেহ। তারপরেই প্রাদেশিক যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদককে শেষবার নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে। সেখান থেকে এনআরএস নিয়ে যাওয়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ।