নীতি আদর্শ মেনে চলতেন, খোলামেলা স্বভাবের ছিলেন বুদ্ধবাবু: নরেন দে...
আজকাল | ০৯ আগস্ট ২০২৪
মিল্টন সেন: ‘নীতি আদর্শের প্রতি খুবই যত্নশীল ছিলেন। বরাবর বামফ্রন্টের নীতি আদর্শ মেনে চলেছেন বুদ্ধবাবু। আমার থেকে বয়সে অনেক ছোট। শরিক দল ফরোয়ার্ড ব্লকের হয়ে বামফ্রন্ট মন্ত্রী সভায় দীর্ঘ সময় থেকেছি। কিন্তু কোনও দিন বুদ্ধ বাবুর ব্যবহারে সেটা প্রকাশ পায়নি। উনি সেটা বুঝতেও দেননি’। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর পেয়ে এভাবেই আক্ষেপ প্রকাশ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী নরেন দে। বর্তমানে তাঁর বয়স ৮৯ বছর। জ্যোতি বসুর সময় থেকেই তিনি রাজ্যের মন্ত্রী। শেষ ১১ বছর বুদ্ধবাবুর মন্ত্রিসভায় দায়িত্ত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার চুঁচুড়ার বাড়িতে বসে নরেন বাবু জানালেন, ‘জ্যোতি বাবুর পরেই মুখ্যমন্ত্রী হলেন বুদ্ধবাবু। আমিও তখন রাজ্যের মন্ত্রী। আমার সঙ্গে বুদ্ধ বাবুর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নানা সমস্যা নিয়ে আমি ওনাকে ফোন করেছি। উনি সঙ্গে সঙ্গেই ডেকে নিয়েছেন। বলেছেন, আলোচনা করে সমাধান বের করি। একটা ব্যাপার খুব ভালো লাগত, উনি খুব ওপেন ছিলেন। সব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতেন। আমি শরিক দল ফরোয়ার্ড ব্লকের হলেও কোনও দিন বুঝতে দেননি। সরকারি সমস্যা বা দপ্তরের বিষয় তোলা মাত্রই খোলামেলা আলোচনা করেছেন। অনেকবার দপ্তরের নানা বিষয় নিয়ে ওনার সঙ্গে আলোচনার প্রয়োজন হয়েছে। ওনাকে ফোন করা মাত্রই ডেকে নিয়েছেন। অ্যান্টি চেম্বারে বসে বুদ্ধবাবুর সঙ্গে আলোচনা হয়েছে। সমস্যার সমাধান করে দিয়েছেন’।