আদর্শবান এমন ব্যক্তিত্বের যেনও আবার জন্ম হয়: তপন দাশগুপ্ত ...
আজকাল | ০৯ আগস্ট ২০২৪
মিল্টন সেন,হুগলি : "উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন বিরোধী দলে ছিলাম। কিন্তু সন্ত্রাসের প্রসঙ্গে যতবার হস্তক্ষেপ চেয়েছি, পেয়েছি। একটা ভাল মানুষের মৃত্যু হল। এমন আদর্শবান ব্যক্তিত্ব যেনও আবার জন্ম নেন", বললেন সপ্তগ্রামের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। বৃহস্পতিবার খবর পাওয়ার পর শোকগ্রস্ত তপন বাবু বলেন, তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন। রাজনৈতিক অনেক মানুষেরই মৃত্যু হয়, তবে এটা একটা ভাল মানুষের মৃত্যু হল।
পশ্চিমবাংলায় এরকম রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়োজন রয়েছে। সাহাগঞ্জের ডানলপ কারখানা প্রসঙ্গে তপন বাবু বলেন, বুদ্ধ বাবু ডানলপ নিয়ে যে পদক্ষেপ নিয়েছিলেন সেটা ভাল ছিল। চেষ্টা করেছিলেন তবে সফল হতে পারেননি। একটা ভাল মানুষকে হারালাম।