• তপন দাশগুপ্ত ...
    আজকাল | ০৯ আগস্ট ২০২৪
  • মিল্টন সেন,হুগলি : "উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন বিরোধী দলে ছিলাম। কিন্তু সন্ত্রাসের প্রসঙ্গে যতবার হস্তক্ষেপ চেয়েছি, পেয়েছি। একটা ভাল মানুষের মৃত্যু হল। এমন আদর্শবান ব্যক্তিত্ব যেনও আবার জন্ম নেন", বললেন সপ্তগ্রামের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। বৃহস্পতিবার খবর পাওয়ার পর শোকগ্রস্ত তপন বাবু বলেন, তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন। রাজনৈতিক অনেক মানুষেরই মৃত্যু হয়, তবে এটা একটা ভাল মানুষের মৃত্যু হল।

    আমরা যারা দক্ষিণপন্থী দল করি, বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা একটা ভাল ব্যক্তিত্বের মানুষ হিসেবেই জেনে এসেছি। উনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন আমাদের হুগলি জেলা সন্ত্রাস কবলিত ছিল। খানাকুল, আরামবাগে প্রচুর মানুষ ঘরছাড়া ছিলেন। যুধিষ্ঠির দোলুইকে খানাকুলে খুন করা হয়েছিল। তারপর আমি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অর্থাৎ বুদ্ধ বাবুকে চিঠি দিয়েছিলাম। উনি ব্যবস্থা নিয়েছিলেন। তৎকালীন হুগলির এসপিকে ফোনও করেছিলেন। তখন ওনার থেকে অনেক সাহায্য পেয়েছিলাম। যদিও সন্ত্রাস বন্ধ হয়নি। তবে একথা বলতে পারি রাজনৈতিক জগতে একটা ভাল মানুষের মৃত্যু হল।

    রাজনৈতিক নক্ষত্রের পঠন ঘটল। ওনাকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, যেমন বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা করি। ওনার আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার থেকে উনি আদর্শগতভাবে অনেক ভাল ছিলেন। হুগলিতে সিপিএমের সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করতে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ তিনি নিয়েছিলেন। তবে কার্যত তিনি সন্ত্রাস বন্ধ করতে পারেননি। বুদ্ধ বাবুর মৃত্যুতে পশ্চিমবাংলার একটা বড় ক্ষতি হল। ঈশ্বরের কাছে প্রার্থনা করব এই ব্যক্তিত্ব যেন আবারও জন্ম হয়। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাই।

    পশ্চিমবাংলায় এরকম রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়োজন রয়েছে। সাহাগঞ্জের ডানলপ কারখানা প্রসঙ্গে তপন বাবু বলেন, বুদ্ধ বাবু ডানলপ নিয়ে যে পদক্ষেপ নিয়েছিলেন সেটা ভাল ছিল। চেষ্টা করেছিলেন তবে সফল হতে পারেননি। একটা ভাল মানুষকে হারালাম।
  • Link to this news (আজকাল)