তবু তিনি আলাদা বাকিদের থেকে। নইলে চোরদের মন্ত্রিসভায় থাকবেন না বলে পার্টির যাবতীয় শৃঙ্খলা ভেঙে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেও তিনি ফিরে এসেছেন স্বমহিমায়। কোনও শাস্তি হয়নি। এমনকী পরের দিকে তাঁকে 'ক্যাপিটালিজমের পোস্টার বয়: বলে ডাকা হলেও তিনি ছিলেন তাঁর জায়গাতে। তবে একটা কথা বলতেই হবে যা এখনকার সময়ে আরও জোর দিয়ে বলতে হবে। কেউ দুর্নীতির কোনও কালি লাগাতে পারেনি তাঁর ধবধবে সাদা পাঞ্জাবিতে। তাঁর সম্পর্কে অন্য অনেক কিছু নিয়ে কথা হতে পারে।কিন্তু দুর্নীতি নিয়ে একটাও নয়।