তীর্থঙ্কর দাস: বয়স হয়েছিল ৮০। বৃহস্পতিবার সকালে ৮:২০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার আগে এবং পরে বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনের বেশ কিছুটা সময় কেটেছে উত্তর কলকাতায়। উত্তর কলকাতার জগত মুখার্জি পার্কের পাশে চায়ের দোকানে তার সহপাঠী এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে 'আড্ডা' দিতেন। যদিও বা সেই চায়ের দোকান এখন আর নেই। রয়ে গেছে বুদ্ধদেব ভট্টাচার্যের বসার সেই জায়গা। কেমন ছিল সেই দিনগুলো?
জগত মুখার্জি পার্কের ঠিক পেছন দিকেই বসবাস করেন বুদ্ধদেব ভট্টাচার্যের সহপাঠী তাপস দত্ত। তিনি জানালেন, 'ছোটবেলায় খুব ভালো ক্রিকেট খেলতেন বুদ্ধদেব ভট্টাচার্য। মানুষ হিসেবে সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করতেন তিনি।" তিনি বলেন, 'উত্তর কলকাতার যে জায়গাগুলি বুদ্ধবাবুর আড্ডা দেওয়ার জায়গা ছিল তার মধ্যে অন্যতম ছিল এই জগত মুখার্জি পার্কের পাশের চায়ের দোকান। রাজনীতিতে আসা থেকে শুরু করে তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার সবটাই নিজের চোখে দেখেছি। এভাবে চলে যাওয়াটা মানা যায় না। কিন্তু সবাইকে তো একদিন না একদিন যেতেই হবে।"