• সিওপিডিতে ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, কেমন ছিল তাঁর ফুসফুসের অবস্থা? জানালেন এই বিশিষ্ট চিকিৎসক ...
    আজকাল | ০৯ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফুসফুসের রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসকদের ভাষায় যাকে বলে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি। এর আগে তিনি যখন শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তখন তাঁকে পরীক্ষা করতে গিয়েছিলেন রাজ্যের বিশিষ্ট ফুসফুস রোগ বিশেষজ্ঞ ডা. ধীমান গাঙ্গুলি। 

    ডা.ধীমান গাঙ্গুলি জানান, 'একজন সুস্থ মানুষের ক্ষেত্রে এই জায়গা বা 'সারফেস'টা হচ্ছে একটা টেনিস কোর্টের আধখানা। সেটার যদি মাত্র ২০ শতাংশ অবশিষ্ট থাকে তবে শরীরে পর্যাপ্ত অক্সিজেন ঢুকতে এবং সেখান থেকে কার্বন-ডাই-অক্সাইড বেরতে পারবে না। যার জন্য শরীরে তৈরি হবে নানা সমস্যা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য'র ক্ষেত্রে এটা হয়েছিল।'
  • Link to this news (আজকাল)