• কাঁকসায় তিন মাসেই বেহাল রাস্তা
    বর্তমান | ০৯ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, মানকর: দু’কোটি ২০লক্ষ টাকা ব্যয়ে রাস্তা তৈরি হয়েছিল। মাত্র তিন মাসেই কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের সুন্দিয়াড়া এলাকায় রাস্তা বেহাল হয়ে গেল। ওই রাস্তা দিয়ে চলাচল করা যাচ্ছে না। এনিয়ে ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের। ঠিকাদারকে ফের রাস্তা তৈরি করে দিতে হবে বলে জানিয়েছে পঞ্চায়েত সমিতি। কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, এই রাস্তা তিন বছর ঠিক করার দায়িত্ব ঠিকাদারের। যে ঠিকাদার কাজ করুক না কেন তাঁকে আবার নতুন করে রাস্তা করতে হবে। কাজের মান এরকম হলে ওই ঠিকাদারকে ব্ল্যাকলিস্টেড করব কিনা ভাবতে হবে। 
  • Link to this news (বর্তমান)