• গলসিতে আন্ডারপাসের দাবি, সংসদে সরব কীর্তি
    বর্তমান | ০৯ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, মানকর: গলসির ভাসাপুলে জাতীয় সড়কে আন্ডারপাসের দাবিতে সংসদে সরব হলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার সাংসদ কীর্তি আজাদ। তিনি বলেন, বর্ধমান চালের জন্য বিখ্যাত। চাল রপ্তানিও হয়। রাস্তার একদিকে ১৫টি পঞ্চায়েত ও অপর পাশে চাষের জমি রয়েছে। আন্ডারপাস হলে চাষিদের মাঠে যেতে সুবিধা হবে। আমাদের মিটিং হয়েছিল। সেখানে বলা হয়েছিল আন্ডারপাস হওয়া সম্ভব। সাংসদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গাদকারি বলেন, এর বিস্তারিত তথ্য আমার কাছে নেই। ভাসাপুলের পরীক্ষা হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা হবে। উল্লেখ্য, গলসির ভাসাপুলে দীর্ঘদিন ধরে আন্ডারপাসের দাবিতে স্থানীয়রা সরব হয়েছেন।  
  • Link to this news (বর্তমান)