• কালনায় মহিষমর্দিনী পুজোর প্রস্তুতি ঘিরে উন্মাদনা  
    বর্তমান | ০৯ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, কালনা: কাল, শনিবার কালনা শহরের আড়াইশো বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মহিষমর্দিনী মাতার পুজোর মহাষষ্ঠী। সপ্তমী থেকে দশমী পর্যন্ত চারদিন মহাপুজো চলবে। প্রতিমার অঙ্গসাজ সহ পুজো কমিটির প্রস্তুতি তুঙ্গে। বিশাল এলাকাজুড়ে জোরকদমে মেলার প্রস্তুতি চলছে। পুজো ও মেলা ঘিরে এলাকার বাসিন্দাদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। প্রতিমা তৈরি করছেন পূর্বস্থলীর বাসিন্দা স্বপনচন্দ্র পাল। শুদ্ধ বস্ত্র পরে প্রতিমা তৈরির নিয়ম রয়েছে। আলোয় সেজে উঠেছে চারদিক। ভাগীরথী নদীবন্দর কেন্দ্রীক প্রাচীন কালনা শহর। একসময় শহরের নদীর ধারে ছিল একাধিক বন্দর। কলকাতা সহ ভিনরাজ্য থেকে মালপত্র নিয়ে বড় বড় বজরা ও নৌকা ভিড়ত। তেমনই এই অঞ্চল থেকে শাড়ি সহ চাল ও অন্যান্য সামগ্রী নদীপথে অন্যত্র পাড়ি দিত। মহিষমর্দিনীতলায় হপ্তাঘাট বা বন্দর ছিল। কথিত আছে, আড়াইশো বছরে আগে কালনা হপ্তাঘাটে ভাগীরথী নদীতে দেবীর পাটা ভেসে আসে। স্বপ্নাদেশে এক ব্যবসায়ী সেই ভেসে আসা পাটা তুলে মহিষমর্দিনী মায়ের পুজো শুরু করেন। প্রথম দিকে হোগলা পাতার আটচালা থাকলেও পরবর্তীতে স্থায়ী মন্দির তৈরি হয়। একটি চল্লিশ ফুট উচ্চতার নহবৎখানাও গড়ে ওঠে।  
  • Link to this news (বর্তমান)