• সুন্দরবনে পর্যটকদের প্রবেশ মূল্য বৃদ্ধি বেড়ানোর প্যাকেজের খরচ বাড়ার সম্ভাবনা
    বর্তমান | ০৯ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আট বছর পর সুন্দরবনে পর্যটকদের জন্য বৃদ্ধি পেল প্রবেশমূল্য। সেপ্টেম্বর মাস থেকে নতুন হারে এই ফি দিতে হবে। বনদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। পর্যটকদের পাশাপাশি বোট মালিকদেরও বাড়তি টাকা দিতে হবে। এতদিন ১২০ টাকা প্রবেশমূল্য ধার্য ছিল। তা বেড়ে হল ১৮০ টাকা। ট্যুর অপারেটর এবং হোটেল ব্যবসায়ীদের মতে, এই বর্ধিত ফি’র ফলে আগামী দিনে সুন্দরবনের প্যাকেজের খরচ কিছুটা বাড়বে। হোটেল মালিক বা ব্যবসায়ীরা এ বিষয়ে আলোচনা করে টাকার অঙ্ক ঠিক করবেন। 

    বনদপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে সুন্দরবন টাইগার রিজার্ভ এলাকায় ভ্রমণ করতে গেলে বিদেশি পর্যটকদের প্রবেশমূল্য হিসেবে দিতে হবে এক হাজার টাকা। নৌকা, লঞ্চের রেজিস্ট্রেশনের ফি আগে দেড় হাজার ছিল। সেটা বেড়ে এবার আড়াই হাজার করা হয়েছে। গাইডদের প্রতিদিন ৮০০ টাকা দিতে হবে। সেটা আগে ৬০০ টাকা ছিল। শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ুয়াদের ভ্রমণের জন্য নিয়ে আসা হলে, মিলতে পারে বিশেষ ছাড়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি অনুমতি দেন, তাহলে ছাত্র-ছাত্রীদের থেকে নতুন প্রবেশমূল্যের উপর মাত্র ২৫ শতাংশ টাকা নেওয়া হবে। কিছুদিন আগে এই ফি বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক হয়েছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অফিসে। সেখানেই জঙ্গল রক্ষা এবং অন্যান্য বিষয়ের সংরক্ষণ সংক্রান্ত খরচ বৃদ্ধির প্রসঙ্গ তুলে নানা খাতে মূল্য বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। বোট মালিকদের সংগঠন জানিয়েছে, প্রথমে অনেকটা বেশি ফি ধার্য করা হয়েছিল। তার প্রতিবাদ করা হলে টাকা কমানো হয় কিছুটা। 
  • Link to this news (বর্তমান)