১৮ বছর পরেও সিঙ্গুরে শিল্পের প্রসঙ্গ উঠলে, আসে বুদ্ধদেব ভট্টাচার্যের নাম...
আজকাল | ০৯ আগস্ট ২০২৪
মিল্টন সেন, হুগলি: সিঙ্গুরের কৃষকরা কখনওই শিল্পের বিরোধিতা করেননি। তাঁরা জোর করে জমি ছিনিয়ে নেওয়ার যে পদ্ধতি, তার প্রতিবাদ করেছিলেন। তাঁরা আজও মনে করেন বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্প স্থাপনের চেষ্টায় কোনও ভুল ছিলনা। ভুল ছিল জমি অধিগ্রহনে পদ্ধতিতে। যার ফলে শিল্প এবং কৃষি দুটি ক্ষেত্রেই বঞ্চিত হয়েছে সিঙ্গুর। এমনটাই মনে করছেন সিঙ্গুরের বাসিন্দারা।
সিঙ্গুর এবং নন্দীগ্রামের জোরা আন্দোলনের দাপটে ২০১১ সালে পতন হয় তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন বাম সরকারের। তবে সিঙ্গুরে শিল্পের প্রসঙ্গ উটলেই উঠে আসে বুদ্ধদেব ভট্টাচার্যের নাম। সেই ঘটনার পর পেরিয়ে গেছে ১৮ বছর। আজও সিঙ্গুরের কৃষকদের মধ্যে ইচ্ছুক অনিচ্ছুক ভাগ বহাল রয়েছে। আজও স্বইচ্ছায় জমি দাতারা মনে করেন শিল্প হলে পাল্টে যেত সিঙ্গুর। তবে আজও অনিচ্ছুকরা মনে করেন, অধিগ্রহণের ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি ছিলো। আলোচনা করলে বিষয়টা মিটে যেত। তাঁদের সেই আন্দোলন কখনোই সিঙ্গুরে শিল্প স্থাপনের বিরুদ্ধে ছিলেননা। তাঁরা তখন আন্দোলন করেছিলেন জোর করে জমি নেওয়ার বিরুদ্ধে।