বর্ষার সন্ধেয় শহরে মনোজ্ঞ অনুষ্ঠান, দর্শকদের অভিভূত করল 'মোরা সুখের দুখের কথা কব'...
আজকাল | ০৯ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বর্ষার সন্ধেয় মনোজ্ঞ অনুষ্ঠান শহরের বুকে। গত দু' দশকব্যাপী বিভিন্ন শিক্ষামূলক ও সেবামূলক কাজে নিয়োজিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তনী সংসদ ।
বর্ষার সন্ধের শেষ নিবেদন ছিল নাটক "চক্রধারী"। সমসাময়িক বিষয় নির্ভর এই নাটকের মূল প্রতিপাদ্য অটুট পারিবারিক বন্ধন । অভিনয়ে ছিলেন প্রাক্তনীরাই। সমস্ত প্রাক্তনী কলাকুশলীর অভিনয়গুণে প্রাণবন্ত হয়ে ওঠে নাটকটি ।