• বর্ষার সন্ধেয় শহরে মনোজ্ঞ অনুষ্ঠান, দর্শকদের অভিভূত করল 'মোরা সুখের দুখের কথা কব'...
    আজকাল | ০৯ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বর্ষার সন্ধেয় মনোজ্ঞ অনুষ্ঠান শহরের বুকে। গত দু' দশকব্যাপী বিভিন্ন শিক্ষামূলক ও সেবামূলক কাজে নিয়োজিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তনী সংসদ ।  

    তাঁদের উদ্যোগে গত আঠাশে জুলাই সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক সন্ধ্যা 'মোরা সুখের দুখের কথা কব'। 

    নানা রঙের গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেন প্রাক্তনী পঞ্চকন্যা । মঞ্চে তাঁদের পরিবেশনা, আর দর্শকাসনে তখন মুগ্ধতা। অনুষ্ঠানে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তি মুগ্ধ করে শ্রোতাদের। 

     বর্ষার সন্ধের শেষ নিবেদন ছিল নাটক "চক্রধারী"। সমসাময়িক বিষয় নির্ভর এই নাটকের মূল প্রতিপাদ্য অটুট পারিবারিক বন্ধন । অভিনয়ে ছিলেন প্রাক্তনীরাই। সমস্ত প্রাক্তনী কলাকুশলীর অভিনয়গুণে প্রাণবন্ত হয়ে ওঠে নাটকটি ।
  • Link to this news (আজকাল)