• সাইবার প্রতারণা চক্রের পান্ডা দিনহাটার বাপিকে খুঁজছে পুলিস
    বর্তমান | ০৯ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, দিনহাটা: নীল, লাল বাতির আলোয় সজ্জিত অফিস। গ্রিন স্ক্রিনের সামনে বসে অনলাইনে প্রতারণা। গোসানিমারির সাইবার ক্রাইমের মাস্টার মাইন্ড বাপিকে খুঁজছে পুলিস। তার দুই শাগরেদ শ্রীঘরে। তাদের জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন পুলিস অফিসাররা। গোসানিমারির মতো ছোট একটি জায়গা থেকে গোটা ভারতে প্রতারণার জাল বিস্তার করেছিল বাপি। তার ইউটিউবের ভিডিও দেখে ফাঁদে পা দিয়ে বহু লোক প্রতারণার শিকার হয়েছে। হিন্দিতে দক্ষ যুবকদের এই কাজে নিযুক্ত করেছিল সে। 

    স্থানীয়দের কাছ থেকে সংগ্রহ করত ব্যাঙ্কের বই। তাদের দেওয়া অ্যাকাউন্টে অনলাইনে টাকা নিত। টাকা ঢোকার সঙ্গে সঙ্গেই এটিএম দিয়ে সেই টাকা তুলে নিত বাপি সহ তার গ্যাং। গোসানিমারিতে বসে কার্যত ‘জামতারা’ গ্যাংয়ের মতো কাজ করছিল। বাপির ডেরায় পৌঁছে প্রযুক্তির কলা কৌশল দেখে চক্ষু চড়কগাছ হয় তদন্তকারী অফিসারদের। পাঁচটি ল্যাপটপ, বেশকিছু সিম কার্ড, মোবাইল, একাধিক ব্যাঙ্কের পাসবই পুলিস উদ্ধার করেছে বাপির অফিস থেকে। কোচবিহারের অতিরিক্ত পুলিস সুপার কৃষ্ণগোপাল মিনা বলেন, প্রধান অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ধৃত দু’জনকে জেরা করে গুরুত্বপূর্ণ বেশকিছু তথ্য পাওয়া গিয়েছে।  
  • Link to this news (বর্তমান)