• বাংলাদেশি বন্দিদের অনুপ্রবেশের চেষ্টা, বাসিন্দাদের সতর্ক করছে বিএসএফ
    বর্তমান | ০৯ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, হলদিবাড়ি: সীমান্ত ডিঙিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাতে পারে জেল থেকে বেরিয়ে আসা বাংলাদেশি বন্দিরা। তারা শরণার্থীদের বেশেও ভারতে ঢোকার চেষ্টা চালাতে পারে। এজন্য সীমান্তে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের কাঁটাতার বিহীন এলাকার বাসিন্দাদের সতর্ক করল বিএসএফ। উল্লেখ্য, বুধবার দক্ষিণ বেরুবাড়ি পঞ্চায়েতের ধরধরাপাড়ায় কাঁটাতার বিহীন সীমান্ত দিয়ে হাজার খানেক বাংলাদেশি ভারতে ঢোকার চেষ্টা চালায়। কিন্তু জিরো পয়েন্টে তাদের আটকে দেয় বিএসএফ। রাতে অবশ্য তাঁরা ফিরে যান। এই ঘটনায় সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করেছে বিএসএফ। এদিন দক্ষিণ বেরুবাড়ি পঞ্চায়েতের নলজোওয়াপাড়ায় বাসিন্দাদের সঙ্গে বৈঠক করেন বিএসএফের ৯৩ নম্বর ব্যাটালিয়নের আধিকারিকরা। সেখানেই গ্রামবাসীদের সতর্ক করা হয়। এদিকে দক্ষিণ বেরুবাড়ি পঞ্চায়েতের ১৬  কিমি উম্মুক্ত সীমান্তে জমি সমস্যা মিটিয়ে দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়ার আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা।
  • Link to this news (বর্তমান)