• চাষে খরচ কমাতে সৌরপাম্প, মিলবে সরকারি ভর্তুকি
    বর্তমান | ০৯ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চাষে খরচ কমাতে সৌরপাম্পের উপর জোর দিচ্ছে জলপাইগুড়ি জেলা কৃষিদপ্তর। কোনও কৃষক যদি সৌরপাম্প বসান, সেক্ষেত্রে তিনি খরচের ৬০ শতাংশ পর্যন্ত সরকারি ভর্তুকিও পাবেন বলে জানানো হয়েছে কৃষিদপ্তরের তরফে। দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, সৌরপাম্প বসানোর সময়ই যা খরচ, এরপর সেই অর্থে আর কোনও খরচ লাগে না। তাছাড়া ডিজেল কিংবা বিদ্যুতের ব্যবহারও কমানো যায়। কৃষকদের এ ব্যাপারে উৎসাহিত করতে কর্মশালা করা হচ্ছে। কৃষকরা সৌরপাম্পের জন্য কোথায় যোগাযোগ করবেন, সরকারি ভর্তুকির জন্য কীভাবে আবেদন করবেন, সেসবই জানানো হচ্ছে ওই কর্মশালায়। জলপাইগুড়ি মহকুমার সহ কৃষি অধিকর্তা মেহেফুজ আহমেদ বলেন, চাষে সেচের কাজে পাম্প চালাতে প্রচুর বিদ্যুৎ কিংবা ডিজেল খরচ হয়। এসব বাদ দিয়ে সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা যাতে সেচের কাজ করতে পারি, সেজন্য সোলার পাম্পের উপর জোর দেওয়া হয়েছে। প্রাথমিক অবস্থায় একটু বেশি খরচ হলেও পরে একেবারে নিখরচায় সেচের কাজ চালিয়ে যেতে পারবেন চাষিরা। কৃষিদপ্তর সূত্রে খবর, ২ হর্স পাওয়ারের একটি সোলার পাম্প বসাতে ১ লক্ষ ৮০ হাজার টাকার মতো খরচ পড়বে। ৩ হর্স পাওয়ারের পাম্পের ক্ষেত্রে খরচ পড়বে আড়াই লক্ষ টাকার মতো।
  • Link to this news (বর্তমান)