• আল্ট্রাসোনোগ্রাফির স্থায়ী টেকনিশিয়ানের দাবি
    বর্তমান | ০৯ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, মাথাভাঙা: প্রায় ছ’মাস পরে এখনও মাথাভাঙা মহকুমা হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাফি বিভাগে টেকনিশিয়ান নিয়োগ হয়নি। একজন অস্থায়ী টেকনিশিয়ান দিয়েই চলছে কাজ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই অস্থায়ী টেকনিশিয়ান সপ্তাহে দু’দিন আসেন। যে দু’দিন তিনি আসেন গড়ে প্রায় দেড়শো রোগী হচ্ছে। এরমধ্যে সিংহভাগই প্রসূতি মহিলা। মাথাভাঙা মহকুমা হাসপাতাল প্রাতিষ্ঠানিক প্রসবে জেলায় ভালো জায়গায় থাকলেও, আল্ট্রাসোনোগ্রাফি বিভাগে টেকনিশিয়ান না থাকা নিয়ে চিকিৎসকদের একাংশই অসুবিধায় পড়ছেন। প্রসূতিদের শেষ মুহূর্তে আল্ট্রাসোনোগ্রাফি করা একান্তই প্রয়োজন। এতে গর্ভে থাকা সন্তানের অবস্থান জানা যায়। স্থায়ী টেকনিশিয়ান চেয়ে স্বাস্থ্যভবনে আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

    বেশ কয়েক বছর আগে মাথাভাঙা মহকুমা হাসপাতালে কয়েক লক্ষ টাকার আল্ট্রাসোনোগ্রাফি মেশিন পড়ে থেকে নষ্ট হয়ে যায়। তবে বর্তমান হাসপাতাল সুপারের উদ্যোগে আবারও স্বাস্থ্যভবনে আবেদন করে নতুন মেশিন নিয়ে আসা হয়েছে। কিন্তু টেকনিশিয়ানের অভাবে প্রতিদিন সেই মেশিনও চালানো সম্ভব হচ্ছিল না। ছ’মাস আগে একজন অস্থায়ী টেকনিশিয়ানকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে সপ্তাহে দু’দিনের জন্য দায়িত্ব দেওয়া হয়। তিনি শুক্র ও শনিবার মাথাভাঙা মহকুমা হাসপাতালে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সপ্তাহের সাত দিন টেকনিশিয়ান থাকলে উপকৃত হবেন মহকুমার সাধারণ মানুষ। কারণ, বাইরের ল্যাবরেটরিতে আল্ট্রাসোনোগ্রাফি করতে গেলে মোটা টাকা দিতে হয়।
  • Link to this news (বর্তমান)