• প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্কুলে শেষ শ্রদ্ধা
    বর্তমান | ০৯ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর কলকাতার শৈলেন্দ্র সরকার ইনস্টিটিউশনে পড়াশোনা করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এখনও স্কুলের কোনায় কোনায় সেই স্মৃতি রয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর একাধিকবার স্কুলে এসেছিলেন তিনি। স্কুলের সহকারী প্রধান শিক্ষক হরিনাথ নন্দ বলছিলেন, ‘আমাদের স্কুলের শতবর্ষে উনি আসতে পারেননি। আমি বাড়িতে গিয়ে সংবর্ধনার উপহার দিয়ে এসেছিলাম।’ এদিন স্কুলে নীরবতা পালন হয়। বুদ্ধবাবুর ছবিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। হরিনাথবাবু বলছিলেন, ‘স্কুলে এলেই তাঁর মধ্যে অদ্ভুত সরলতা কাজ করত। সহপাঠীদের সঙ্গে আড্ডায় মেতে উঠতেন। সকলে ওঁকে বাচ্চু বলে ডাকতেন। আজ আমাদের স্কুলে পরীক্ষা ছিল বলে আমরা বাতিল করিনি। কাজের মাধ্যমেই ওঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছি।’ আজ, শুক্রবার স্কুল ছুটি থাকবে। ওই স্কুলেরই বুদ্ধদেববাবুর এক সহপাঠী অরূপকুমার চক্রবর্তী বলেন, ‘অষ্টম শ্রেণি পর্যন্ত পাশাপাশি বসেছি আমরা দুজনে। ও খুব ভালো ক্রিকেট খেলত। বাংলা ভাষায় দখল ছিল মারাত্মক। আজকে সেসব কথা খুব মনে পড়ছে। পুরনো ছবিগুলো দেখছি আর মনে পড়ে যাচ্ছে শৈশবের কথাগুলি। মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরও আমাদের সঙ্গে আগের মতোই মিশত।’ 
  • Link to this news (বর্তমান)