• বছর ঘুরলেও বেহাল দশায় খড়দহ ফেরিঘাটের রাস্তা, সংস্কারের দাবি
    বর্তমান | ০৯ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: বছর ঘুরতে চলেছে। জলের পাইপলাইনের জন্য খোঁড়া রাস্তায় এখনও পড়েনি পিচের আস্তরণ। কয়েকদিনের বর্ষায় ইট ফেলা রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। খড়দহ ফেরিঘাট যাওয়ার এই রাস্তা দিয়ে যাতায়াত করতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। অবিলম্বে রাস্তা সংস্কার না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা। পুরসভার তরফে পুজোর আগে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে। 

    ২০২৩ সালের পুজোর আগে খড়দহ শহরে জলের পাইপলাইন বসানোর কাজ করেছিল কেএমডিএ। তার মধ্যে বিটি রোড থেকে খড়দহ ফেরিঘাট যাওয়ার রাস্তাতেও ওই কাজ হয়েছিল। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে রোজ হাজার হাজার মানুষ যাতায়াত করে। এলাকাবাসীর পাশাপাশি খড়দহ-রিষড়া ফেরিঘাটের যাত্রীদের যাতায়াতের এটিই মূল রাস্তা। গত বছর পুজোর সময় বেহাল রাস্তা ইট ফেলে সংস্কার করা হয়েছিল। এরপর খানাখন্দ তৈরি হলে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইট দিয়ে তার অস্থায়ী মেরামত করা হয়েছিল। কিন্তু গত কয়েক মাসে রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে। খানাখন্দে নিত্য দুর্ঘটনা ঘটছে। সামান্য বর্ষা হলেই রাস্তার গর্তে জল জমে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। পুরসভা বারবার নতুন রাস্তা তৈরির আশ্বাস দিলেও আজও তা পূরণ হয়নি। নিত্যযাত্রী কৌশিক দত্ত, সুপ্রিয় মিত্ররা বলেন, আগে রাস্তার অর্ধেক অংশ ভাঙা ছিল।  ভালো অংশ দিয়ে যাতায়াত চলছিল। এখন পুরো রাস্তা ভেঙে গিয়েছে। নরকযন্ত্রণা ভোগ করতে হচ্ছে। এক বছর ধরে শুনছি রাস্তা হবে। কিন্তু পুরসভার কোনও হেলদোল দেখা যাচ্ছে না। দ্রুত তারা পদক্ষেপ না নিলে রাস্তায় নামা ছাড়া উপায় নেই আমাদের। আর খড়দহ পুরসভার ভাইস চেয়ারম্যান সায়ন মজুমদার বলেন, কেএমডিএ জলের পাইপলাইনের কাজ করেছিল। রাস্তা সংস্কারের টাকা আসতে কিছুটা দেরি হয়েছে। তার মধ্যে লোকসভা ভোটের জন্য দীর্ঘদিন সব উন্নয়নমূলক কাজ বন্ধ ছিল। পুজোর আগে ওই রাস্তা নতুন করে তৈরি হবে। টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)