• ছেলের সাক্ষ্যে বাবার যাবজ্জীবন
    বর্তমান | ০৯ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাবালক ছেলের সাক্ষ্যে মা঩কে পুড়িয়ে মারার ঘটনায় দোষী সাব্যস্ত বাবা বাপি দাসকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শোনাল আদালত। বৃহস্পতিবার আলিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক মীর রশিদ আলি ওই আদেশ দিয়েছেন। বিচারক সাজার সঙ্গে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছ’মাসের হাজতবাসের নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি স্বপন কুমার পাঠক বলেন, ‘অপরাধী যেভাবে তার স্ত্রীকে ঠান্ডা মাথায় পুড়িয়ে মেরেছে, তা ভাবলে শিহরিত হতে হয়। তাই সে ক্ষেত্রে তার প্রতি দয়ামায়া দেখানো উচিত নয়।’ এদিন রায় শুনতে আদালতে আসেন ছেলে। এখন তাঁর বয়স ২০-র বেশি। বাবার যাবজ্জীবন শুনেও তিনি ছিলেন নির্লিপ্ত। ২০১২ সালে ৫ ডিসেম্বর গড়িয়াহাট থানার পণ্ডিতিয়া রোডে স্ত্রী সীমাকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন স্বামী স্বপন। বাপির তরফে জানানো হয়, এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়া হবে।                                                                                                          
  • Link to this news (বর্তমান)