দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সকাল ৮ টা বেজে ২০ মিনিটে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাতে পিস ওয়ার্ল্ডে শায়িত ছিল দেহ। শুক্রবার বিধানসভা, আলিমুদ্দিন স্ট্রিটে মুজফফর আহমেদ ভবন, দীনেশ মজুমদার ভবনে শ্রদ্ধাজ্ঞাপনের পর বিকেল ৪ টেয় বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রা। প্রতিমুহূর্তের আপডেট সংবাদ প্রতিদিন ডিজিটালে।
সকাল ১১.১০: শেষবারের মতো বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে শেষশ্রদ্ধা জানাতে হাজির তৃণমূল-বিজেপির বিধায়করা। বুদ্ধবাবুর মরদেহে মাল্যদানের পর মীরা ভট্টাচার্যের সঙ্গে কথা বললেন শুভেন্দু অধিকারী।
সকাল ১১.০৩: বিধানসভায় পৌঁছল বুদ্ধবাবুর দেহ। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
সকাল ১০.৫৫: প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে প্রস্তুত বিধানসভা।
সকাল ১০.৩৫: পিস ওয়ার্ল্ড থেকে বের করা হল বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। নিয়ে যাওয়া হবে বিধানসভায়। রয়েছেন সেলিম-সুজনরা।
সকাল ১০.২০: কোনও গান স্যালুট নেওয়া হবে না, এমনকী কোনও সরকারি ব্যবস্থাপনাও গ্রহণ নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রায় এমনই সিদ্ধান্তে কথা জানাল সিপিআইএম নেতৃত্ব।
সকাল ১০.১৫: পিস ওয়ার্ল্ডের সামনে বুদ্ধজায়া মীরা ভট্টাচার্য, সন্তান সুচেতন, মহম্মদ সেলিম-সহ দলের অন্যান্য নেতারা।
সকাল ৯.৪০: সকাল থেকে পিস ওয়ার্ল্ডের সামনে অনুরাগীদের ঢল। সকলের হাতে ফুল, ছবি।
সকাল ৯.৩০: দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সকাল ৮ টা বেজে ২০ মিনিটে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাতে পিস ওয়ার্ল্ডে শায়িত ছিল দেহ। আজ সকাল ১০ টায় দেহ রওনা দেবে বিধানসভার উদ্দেশে।