• ফের দুর্ঘটনার কবলে মালগাড়ি, মালদায় লাইনচ্যুত ৫টি বগি
    এই সময় | ০৯ আগস্ট ২০২৪
  • আবারও ট্রেন দুর্ঘটনা। এদিন দুর্ঘটনার কবলে মালগাড়ি। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে লাইনচ্যুত হয় গেল মালগাড়ির ৫টি বগি। ঘটনাস্থলে গিয়েছেন রেলের কর্মীরা। ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত বলে রেল সূত্রে খবর।জানা গিয়েছে, এদিন সকাল ১১ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার কুমেদপুরের বাংলা বিহার সীমান্তে মালগাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়। তেলের ট্যাঙ্কার নিয়ে যাওয়া মালগাড়ির ৫ টি বগি লাইনচ্যুত হয়েছে। জানা গিয়েছে, মালগাড়িটি এনজিপি থেকে কাটিহারের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়েই ছুটে যান রেলের আধিকারিকরা। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

    ঘটনাস্থলে গিয়েছেন মালদার হবিবপুরের বিডিও অংশুমান দত্তও। মালগাড়ির বগিগুলি বিপজ্জনক ভাবে হেলে রয়েছে বলে খবর। রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িটিকে প্রথমে কাটিহার স্টেশনে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে ট্রেনটিকে নিয়ে যাওয়া হবে নিউ জলপাইগুড়িতে।

    এনএফ রেলওয়ে কাটিহার ডিভিশনের রেল আধিকারিক সুরেন্দ্র কুমার জানান, মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। ‌ আমাদের রেল কর্মীরা ঘটনাস্থলে রয়েছে আপাতত লাইনের ঠিক করার কাজ চলছে। ডাউন রেল লাইনে চলাচল বন্ধ আছে। আপ লাইন খোলা আছে। আপ লাইন দিয়ে সমস্ত ট্রেন চলছে। তবে বিভিন্ন দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে।
  • Link to this news (এই সময়)